গবো অ্যাশলে
উইলিয়াম হেয়ার ‘গবো’ অ্যাশলে (ইংরেজি: Gobo Ashley; জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৮৬২ - মৃত্যু: ১৪ জুলাই, ১৯৩০) কেপ উপনিবেশের মোব্রে এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৮৮৯ সালে একটিমাত্র টেস্টে প্রতিনিধিত্ব করেন গবো অ্যাশলে। ঐ টেস্টটি তার দেশের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় টেস্ট ছিল।[1] দক্ষিণ আফ্রিকান ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলতেন। দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
ক্রিকেট তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বামহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট | ২৫ মার্চ ১৮৮৯ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৮৮৮-১৮৯১ | ওয়েস্টার্ন প্রভিন্স | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৭ ডিসেম্বর ২০১৬ |
খেলোয়াড়ী জীবন
২৫ মার্চ, ১৮৮৯ তারিখে কেপ টাউনের নিউল্যান্ডসে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার অভিষেকসহ প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। একমাত্র ইনিংসে তিনি ৯৫ রান দিয়ে ৭ উইকেট দখল করেন।[2] এরফলে ঐ বছরের শুরুতে অনুষ্ঠিত উদ্বোধনী টেস্টে আলবার্ট রোজ-ইন্সের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকেই পাঁচ-উইকেট লাভের বিরল কীর্তিগাথা রচনা করেন। এ সাফল্য স্বত্ত্বেও টেস্ট ক্রিকেটে তিনি এক টেস্টের বিস্ময়কারীরূপে চিহ্নিত হয়ে আছেন। একটিমাত্র টেস্টে অংশ নিয়ে তার এ বোলিং পরিসংখ্যান অদ্যাবধি অভিষেকে যে-কোন বোলারের সেরা।
এরপর ১৮৮৮ থেকে ১৮৯১ সাল পর্যন্ত তিন বছর দক্ষিণ আফ্রিকান ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ওয়েস্টার্ন প্রভিন্সের সদস্য থাকাকালে তিনটি খেলায় অংশ নেন। সর্বসাকুল্যে তেরো উইকেট দখল করেন তিনি।[1]
১৪ জুলাই, ১৯৩০ তারিখে রোডেশিয়ার প্লামট্রি এলাকায় তার দেহাবসান ঘটে।[3]
তথ্যসূত্র
- "Player Profile: Gobo Ashley"। CricInfo। ESPN। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৩।
- "2nd Test: South Africa v England at Cape Town, Mar 25–26, 1889"। CricInfo। ESPN। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১।
- "william-gobo-ashley-sa-cricket-player-test-against-england-1888-89-dies-plumtree-rhodesi"। sahistory। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে গবো অ্যাশলে
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে গবো অ্যাশলে
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
গ্রন্থপঞ্জী
- Wallis, F. (2000). Nuusdagboek: feite en fratse oor 1000 jaar, Kaapstad: Human & Rousseau