মাক্স ফন লাউয়ে

মাক্স ফন লাউয়ে জার্মান পদার্থবিজ্ঞানী যিনি ম্যাক্স প্লাঙ্ক-এর অধীনে পড়ুশোনা করেছিলেন। তার জন্ম জার্মানির Pfaffendorf-এ এবং মৃত্যু বার্লিনে। ১৯১৯ সাল থেকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। তিনি এক্স-রশ্মিসমূহের তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তিনি একটি কেলাসের সাহায্যে এক্স রশ্মির অপবর্তন ঘটিয়েছিলেন। এই পদ্ধতি দ্বারা পরবর্তীতে কেলাসের গঠন সম্পর্কেও অনেক তথ্য বের করা সম্ভবপর হয়। এই বিজ্ঞান বর্তমানে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি নামে পরিচিত। তার এই গবেষণা কর্মের জন্যই নোবেল পুরস্কার পান।

মাক্স ফন লাউয়ে
জন্মঅক্টোবর ৯ ১৮৭৯
Pfaffendorf, জার্মানি
মৃত্যুএপ্রিল ২৪, ১৯৬০
বার্লিন জার্মানি
জাতীয়তা জার্মান
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানজুরিখ বিশ্ববিদ্যালয়
ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট
প্রাক্তন ছাত্রUniversity of Strassburg
গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়
মিউনিখ বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাম্যাক্স প্লাঙ্ক
পিএইচডি ছাত্ররাLeó Szilárd
Max Kohler
Erna Weber
পরিচিতির কারণঅপবর্তন of এক্স-রশ্মি
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯১৪)
Matteucci Medal (১৯১৪)
মাক্স প্লাংক পদক (১৯৩২)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.