জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি
জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি (১২ নভেম্বর, ১৮৪২ - ৩০ জুন, ১৯১৯) ইংরেজ পদার্থবিজ্ঞানী। উইলিয়াম রামজে এবং উইলিয়াম স্ট্রাট যৌথভাবে আর্গন নামক মৌলিক পদার্থটি আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য তিনি ১৯০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও তার গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে রেলি বিচ্ছুরণ। তিনি একধরনের তলীয় তরঙ্গ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন যা বর্তমানে রেলি তরঙ্গ নামে পরিচিত।
লর্ড রেলি | |
---|---|
![]() জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি | |
জন্ম | ল্যাংফোর্ড গ্রোভ, মালডন, এসেক্স, যুক্তরাজ্য | ১২ নভেম্বর ১৮৪২
মৃত্যু | ৩০ জুন ১৯১৯ ৭৬) টারলিং প্লেইস, উইটহাম, এসেক্স, যুক্তরাজ্য | (বয়স
বাসস্থান | যুক্তরাজ্য |
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | এডওয়ার্ড জন রাউথ |
পিএইচডি ছাত্ররা | জে জে টমসন ![]() George Paget Thomson ![]() জগদীশচন্দ্র বসু |
পরিচিতির কারণ | আর্গন আবিষ্কার রেলি তরঙ্গ রেলি বিচ্ছুরণ Rayleigh criterion শব্দবিজ্ঞান |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
স্বাক্ষর ![]() |
প্রাপ্ত পুরস্কারসমূহ
- রয়েল মেডেল (১৮৮২)
- Matteucci Medal (১৮৯৪)
- কপলি মেডেল (১৮৯৯)
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯০৪)
- রামফোর্ড মেডেল (১৯২০)
আরও দেখুন
- রেলি মানদণ্ড
- Rayleigh fading
- রেলি সংখ্যা
- Rayleigh quotient
- রেলি বিচ্ছুরণ
- রেলি (একক) (তার ছেলের নামে নামাঙ্কিত)
- রেলি তরঙ্গ
- রেলি-জিন্স তত্ত্ব
- রেলি বন্টন
- রেলি-টেইলর অস্থিতিশীলতা
তথ্যসূত্র ও প্রাসঙ্গিক অধ্যয়ন
- Nobel website bio of Rayleigh
- About John William Strutt
- জন জে. ও'কনোর এবং এডমান্ড এফ. রবার্টসন। "জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি"। ম্যাকটিউটর গণিতের ইতিহাস আর্কাইভ।
- Plateau-Rayleigh Instability - a 3D lattice kinetic Monte Carlo simulation
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.