চেন নিং ইয়াং

চেন-নিং ফ্রাঙ্কলিন ইয়াং (প্রথাগত চীনা: 楊振寧; সরলীকৃত চীনা: 杨振宁; পিনিয়ান: Yáng Zhènníng) একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তার গবেষণার মূল বিষয় ছিল পরিসংখ্যানগত বলবিজ্ঞান এবং প্রতিসাম্য নীতি। তিনি ১৯৫৭ সালে অপর চীনা বিজ্ঞানী সুং দাও লি-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তারা আবিষ্কার করেছিলেন, মৌলিক কণাসমূহের মধ্যে দুর্বল বলের মিথস্ক্রিয়ায় কোন প্যারিটি (দর্পণ প্রতিফলন) প্রতিসাম্য নেই। এই আবিষ্কারটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন চিয়েন শিয়ুং উ

চেন নিং ফ্রাঙ্কলিন ইয়াং
楊振寧
ইয়াং, ২০০৫ সালে
জন্ম (1922-10-01) ১ অক্টোবর ১৯২২
হেফেই, আনহুই, চীন
বাসস্থান চীন
জাতীয়তাজন্মসূত্রে চীনা, ১৯৬৪ সালে মার্কিন নাগরিক হন।
কর্মক্ষেত্রকণা পদার্থবিজ্ঞান, Statistical mechanics
প্রতিষ্ঠানইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট স্টোনি ব্রুক
চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং
শিংহুয়া বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রন্যাশনাল সাউথওয়েস্টার্ন অ্যাসোসিয়েটেড বিশ্বিদ্যালয়
শিংহুয়া বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাএডওয়ার্ড টেলার
পরিচিতির কারণপ্যারিটি লংঘন
ইয়াং-মিল্‌স তত্ত্ব
ইয়াং-ব্যাক্সটার সমীকরণ
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৭)

ইয়াং-এর সাথে লি'র সম্পর্কে ১৯৬২ সালের পর থেকে অবনতি হতে থাকে। এখনও তাদের মধ্যে একটি বিষয়ে বিতর্ক রয়ে গেছে। আর তা হল, কে প্রথমে দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে প্যারিটির নিত্যতার ধারণাটি প্রথম ব্যক্ত করেছিলেন। ইয়াংয়ের সাথে বিখ্যাত বিজ্ঞানী রবার্ট মিল্‌স-এর সুসম্পর্ক ছিল। তারা একসাথে কাজ করেছেন। গেজ তত্ত্বে তাদের আবিষ্কৃত নতুন বিশাল ব্যপ্তির শাখাটি ইয়াং-মিল্‌স তত্ত্ব নামে পরিচিত। কণা পদার্থবিজ্ঞানের আদর্শ মডেলে ইয়াং-মিল্‌সের এ ধরনের তত্ত্বগুলো এখন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পুরস্কারসমূহ

তথ্য উৎস

ইয়াং রচিত গ্রন্থাবলী
  • Yang, C.N. (১৯৫২) [1952]। Special problems of statistical mechanics। Seattle: University of Washington Press। ASIN B0007FZHH4।
  • Yang, C.N. (১৯৬৩) [1961]। Elementary Particles: A Short History of Some Discoveries in Atomic Physics। Princeton: Princeton University Press। ASIN B000E1CBGG।
  • Yang, C.N. (১৯৮৩) [1983]। Selected papers 1945-1980, with commentary (Chen Ning Yang)। San Francisco: W.H. Freeman। আইএসবিএন ০-৭১৬৭-১৪০৬-X।

See also

  • ইয়াং-মিল্‌স তত্ত্ব

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.