বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার
কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (আরবি: جائزة الملك فيصل العالمية) হল কিং ফয়সাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত একটি বাৎসরিক পুরস্কার যা একটি ইতিবাচক পার্থক্য সৃষ্টিতে অবদান রাখা একনিষ্ঠ নারী ও পুরুষদের প্রদান করা হয়।[2][3] বর্তমানে ফাউন্ডেশন পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করেঃ ইসলাম, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, বিজ্ঞান এবং চিকিৎসা।
কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার King Faisal International Prize | |
---|---|
![]() | |
পুরষ্কারের কারণ | ইসলামের পরিসেবা ইসলামী শিক্ষা আরবি ভাষা ও সাহিত্য চিকিৎসা বিজ্ঞান |
দেশ | সৌদি আরব |
পুরস্কারদাতা | কিং ফয়সাল ফাউন্ডেশন |
পুরস্কার | ইউএস$ ২০০,০০০ এবং একটি স্বর্ণ পদক[1] |
প্রথম পুরস্কৃত | 1979 |
ওয়েবসাইট | www.kfip.org |
প্রথম কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয় ১৯৭৯ সালে সাইয়েদ আবুল আ'লা মওদুদীকে ইসলামের পরিসেবার জন্য। ১৯৮১ সালে, একই পরিসেবার জন্য কিং খালিদ[4] ও ১৯৮৪ সালে কিং ফাহাদ[5] এ পুরস্কার গ্রহণ করেন। ১৯৮৬ সালে, আহমেদ দিদাত ও ফ্রান্সের রজার গ্রাউডিকে যৌথভাবে এ পুরস্কার প্রদান করা হয়।[6]
পুরস্কার প্রক্রিয়া
প্রতি বছর নির্বাচন কমিটি আরবি সাহিত্য, ইসলামী শিক্ষা ও চিকিৎসা বিষয়গুলো নির্বাচন করেন। ইসলামী শিক্ষা বিভাগে নির্বাচিত বিষয়ে মুসলিম অধ্যুষিত সমাজ ও এলাকাসমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আরবি সাহিত্য বিশেষ এলাকার সাথে সম্পর্কিত একাডেমিক বিষয়। চিকিৎসা বিভাগ সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়কে সমর্থন করে। বিজ্ঞান বিভাগ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিষয় এই চারটি উপবিভাগে বিভক্ত।
পুরস্কার
পাঁচটি বিভাগের প্রত্যেকটি পুরস্কারে প্রদান করা হয়ঃ
- একটি হাতে লেখা দিওয়ানি ক্যালিগ্রাফি সার্টিফিকেট, যাতে জয়ী মানুষটির কাজ সংক্ষেপিত থাকে।
- একটি ২৪ ক্যারেট, ২০০ গ্রাম ওজনের স্বারক স্বর্ণ পদক।
- নগদ ৭৫০,০০০ সৌদি রিয়েল (২০০,০০০ ইউএস ডলার) বৃত্তি প্রদান।
যেকোন যৌথ পুরস্কার বিজয়ীদের ক্ষেত্রে পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হয়। পুরস্কার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি বাদশাহের উপস্থিতি ও পৃষ্ঠপোষকতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।[3]
দেশ অনুযায়ী অবস্থান
বিষয় অনুযায়ী বিজয়ী
তথ্যসূত্র
- "King Faisal Award Selection Procedure"।
- "Homepage KFIP"।
- "Selection Procedure"।
- "King Khalid" (আরবি ভাষায়)। King Khalid Award। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২।
- Haim Shaked and Daniel Dishon, Eds. (১৯৮৬)। Middle East Contemporary Survey, Vol. 8, 1983-84। The Moshe Dayan Center। পৃষ্ঠা 166। আইএসবিএন 978-965-224-006-4। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩।
- The King Faisal International Prize - Winners in Twenty Five Years (1979-2003), Page 25.