বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার

কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (আরবি: جائزة الملك فيصل العالمية) হল কিং ফয়সাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রদত্ত একটি বাৎসরিক পুরস্কার যা একটি ইতিবাচক পার্থক্য সৃষ্টিতে অবদান রাখা একনিষ্ঠ নারী ও পুরুষদের প্রদান করা হয়।[2][3] বর্তমানে ফাউন্ডেশন পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করেঃ ইসলাম, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, বিজ্ঞান এবং চিকিৎসা।

কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার
King Faisal International Prize
পুরষ্কারের কারণইসলামের পরিসেবা
ইসলামী শিক্ষা
আরবি ভাষা ও সাহিত্য
চিকিৎসা
বিজ্ঞান
দেশসৌদি আরব
পুরস্কারদাতাকিং ফয়সাল ফাউন্ডেশন
পুরস্কারইউএস$ ২০০,০০০ এবং একটি স্বর্ণ পদক[1]
প্রথম পুরস্কৃত1979
ওয়েবসাইটwww.kfip.org

প্রথম কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয় ১৯৭৯ সালে সাইয়েদ আবুল আ'লা মওদুদীকে ইসলামের পরিসেবার জন্য। ১৯৮১ সালে, একই পরিসেবার জন্য কিং খালিদ[4] ও ১৯৮৪ সালে কিং ফাহাদ[5] এ পুরস্কার গ্রহণ করেন। ১৯৮৬ সালে, আহমেদ দিদাত ও ফ্রান্সের রজার গ্রাউডিকে যৌথভাবে এ পুরস্কার প্রদান করা হয়।[6]

পুরস্কার প্রক্রিয়া

প্রতি বছর নির্বাচন কমিটি আরবি সাহিত্য, ইসলামী শিক্ষা ও চিকিৎসা বিষয়গুলো নির্বাচন করেন। ইসলামী শিক্ষা বিভাগে নির্বাচিত বিষয়ে মুসলিম অধ্যুষিত সমাজ ও এলাকাসমূহের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আরবি সাহিত্য বিশেষ এলাকার সাথে সম্পর্কিত একাডেমিক বিষয়। চিকিৎসা বিভাগ সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়কে সমর্থন করে। বিজ্ঞান বিভাগ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিষয় এই চারটি উপবিভাগে বিভক্ত।

পুরস্কার

পাঁচটি বিভাগের প্রত্যেকটি পুরস্কারে প্রদান করা হয়ঃ

  1. একটি হাতে লেখা দিওয়ানি ক্যালিগ্রাফি সার্টিফিকেট, যাতে জয়ী মানুষটির কাজ সংক্ষেপিত থাকে।
  2. একটি ২৪ ক্যারেট, ২০০ গ্রাম ওজনের স্বারক স্বর্ণ পদক।
  3. নগদ ৭৫০,০০০ সৌদি রিয়েল (২০০,০০০ ইউএস ডলার) বৃত্তি প্রদান।

যেকোন যৌথ পুরস্কার বিজয়ীদের ক্ষেত্রে পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হয়। পুরস্কার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি বাদশাহের উপস্থিতি ও পৃষ্ঠপোষকতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।[3]

দেশ অনুযায়ী অবস্থান

বিষয় অনুযায়ী বিজয়ী

তথ্যসূত্র

  1. "King Faisal Award Selection Procedure"
  2. "Homepage KFIP"
  3. "Selection Procedure"
  4. "King Khalid" (আরবি ভাষায়)। King Khalid Award। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২
  5. Haim Shaked and Daniel Dishon, Eds. (১৯৮৬)। Middle East Contemporary Survey, Vol. 8, 1983-84। The Moshe Dayan Center। পৃষ্ঠা 166। আইএসবিএন 978-965-224-006-4। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩
  6. The King Faisal International Prize - Winners in Twenty Five Years (1979-2003), Page 25.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.