রবার্ট মিলিকান

অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান (১৮৬৮ - ১৯৫৩) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ইলেকট্রনের আধান নির্ণয় এবং আলোকতড়িৎ ক্রিয়া বিষয়ে গবেষণার জন্য ১৯২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে তিনি মহাজাগতিক রশ্মির উপরও পরীক্ষা চালান।

রবার্ট এ. মিলিকান
অধ্যাপক রবার্ট অ্যান্ড্রু মিলিকান
জন্মমার্চ ২২, ১৮৬৮
মরিসন, ইলিয়নিস, যুক্তরাষ্ট্র
মৃত্যু১৯ ডিসেম্বর ১৯৫৩(1953-12-19) (বয়স ৮৫)
সান মারিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
বাসস্থান যুক্তরাষ্ট্র
জাতীয়তা মার্কিন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
প্রাক্তন ছাত্রওবারলিন কলেজ
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টামাইকেল পুপিন
আলবার্ট মাইকেলসন
পিএইচডি ছাত্ররাউইলিয়াম পিকারিং
পরিচিতির কারণইলেকট্রনের আধান নির্ণয় এবং মহাজাগতিক রশ্মির পদার্থবিজ্ঞানের উপর উচ্চতর গবেষণা
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৩)
স্বাক্ষর

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.