ব্রুশ বিউটলার

ব্রুশ অ্যালান বিউটলার একজন মার্কিন প্রতিষেধকবিদ এবং জিনবিজ্ঞানী।[1]

ব্রুশ অ্যালান বিউটলার
নোবেল প্রাইজ প্রেস কনফারেন্সে ব্রুশ বিউটলার, ক্যারলিনস্কা, সোলনা।
জন্ম (1957-12-29) ডিসেম্বর ২৯, ১৯৫৭
শিকাগো, ইলিনয়
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপ্রতিষেধকবিদ্যা
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব টেক্সাস সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টার
প্রাক্তন ছাত্রশিকাগো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০১১

জীবনী

বিউটলার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো থেকে ১৯৭৬ সালে গ্র্যাজুয়েট হন। তিনি ১৯৭ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে ভর্তি হন এবং ১৯৮১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালে রকফেলার বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিযুক্ত হন।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.