রিচার্ড অ্যাক্সেল

রিচার্ড অ্যাক্সেল একজন আণবিক জীববিজ্ঞানী যিনি অলফ্যাক্টরী সিস্টেম এর উপর তার কাজের জন্য ২০০৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

রিচার্ড অ্যাক্সেল
জন্ম (1946-07-02) জুলাই ২, ১৯৪৬
ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন
কর্মক্ষেত্রনিউরোসায়েন্স
প্রতিষ্ঠানকলাম্বিয়া ইউনিভার্সিটি
প্রাক্তন ছাত্রStuyvesant High School
কলাম্বিয়া ইউনিভার্সিটি
জনস হপকিন্স স্কুল অব মেডিসিন
উল্লেখযোগ্য ছাত্রবৃন্দলিন্ডা বি বাক, David J. Anderson, Catherine Dulac, David Julius, Richard Scheller
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৪)
স্ত্রী/স্বামীCornelia Bargmann

জীবনী

অ্যাক্সেল ১৯৪৬ সালের ২ জুলাই নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে এবি এবং ১৯৭০ সালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঐ বছর কলাম্বিয়া ইউনিভার্সিটি তে ফিরে আসেন এবং ১৯৭৮ সালে পূর্ণ অধ্যাপক হন। [1][2]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.