এইচ রবার্ট হরউইজ

হাওয়ার্ড রবার্ট হরউইজ একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

হাওয়ার্ড রবার্ট হরউইজ
জন্মহাওয়ার্ড রবার্ট হরউইজ
(1947-05-08) মে ৮, ১৯৪৭
শিকাগো
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রাক্তন ছাত্রম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণapoptosis research
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০২
স্ত্রী/স্বামীMartha Constantine-Paton

জীবনী

হরউইজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এবং ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৮১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.