ড্যানিয়েল কানেমান

ড্যানিয়েল কানেমান একজন ইসরায়েলি-মার্কিন মনোবিজ্ঞানী। তিনি ২০০২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

ড্যানিয়েল কানেমান
জন্ম (1934-03-05) মার্চ ৫, ১৯৩৪
তেল আবিব, Mandatory Palestine
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র, Israel
কর্মক্ষেত্রমনোবিজ্ঞান, অর্থনীতি
প্রতিষ্ঠানপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় ১৯৯৩-
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ১৯৮৬-৯৩
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ১৯৭৮-৮৬
Center for Advanced Study in the Behavioral Sciences 1972–73
Hebrew University of Jerusalem 1961–77
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে পিএইচডি, ১৯৬১
Hebrew University B.A., 1954
সন্দর্ভসমূহAn analytical model of the semantic differential (1962)
পিএইচডি উপদেষ্টাSusan M. Ervin-Tripp
পরিচিতির কারণCognitive biases
Behavioral economics
Prospect theory
উল্লেখযোগ্য
পুরস্কার
APA Lifetime Achievement Award (2007)
অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০২)
APS Distinguished Scientific Contribution Award (1982)
University of Louisville Grawemeyer Award (2003)

জীবনী

কানেমান হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম থেকে ১৯৫৪ সালে মনোবিজ্ঞানে মেজর ও গণিতে মাইনরসহ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬১ সালে হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম এ মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৬ সালে জ্যেষ্ঠ প্রভাষক পদে উন্নীত হন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.