ড্যানিয়েল ম্যাক্‌ফ্যাডেন

ড্যানিয়েল লিটল ম্যাক্‌ফ্যাডেন (জন্ম: ২৯ জুলাই ১৯৩৭) একজন মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তিনি সাউথার্ন ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির প্রেসিডেন্সিয়াল অধ্যাপক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্কুলের অধ্যাপক।

ড্যানিয়েল ম্যাক্‌ফ্যাডেন
জন্ম (1937-07-29) জুলাই ২৯, ১৯৩৭
রেলিগ নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র
জাতীয়তাযুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রঅর্থপরিমাপন বিদ্যা
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব মিনেসোটা
পিএইচডি উপদেষ্টালিওনিদ হারউইচ
পিএইচডি ছাত্ররাওয়াল্টার এরউইন ডিইউর্ট
পরিচিতির কারণবিচ্ছিন্ন পছন্দের বিশ্লেষণ
উল্লেখযোগ্য
পুরস্কার
জন বেটস্‌ ক্লার্ক পদক (১৯৭৫)
ফ্রিশ্চ পদক (১৯৮৬)
অর্তনীতিতে এরউইন প্লিন নেমার্স পুরস্কার (২০০০)
অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০০০)

তিনি বিচ্ছিন্ন পছন্দের বিশ্লেষণে তত্ত্ব প্রদান ও পদ্ধতি উন্নয়নের জন্য জেমস হেক্‌ম্যানের সাথে ২০০০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2000"। Nobelprize.org। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৬

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.