২৫ এপ্রিল
২৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৫তম (অধিবর্ষে ১১৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৫০ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস।
জন্ম
- ১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯২২)
- ১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৫৬)
- ১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী। (মৃ. ১৯৩৭)
- ১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৪৪)
- ১৯০০ - ভোল্ফগাং পাউলি, অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৮)
- ১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক।
- ১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯২)
- ১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী।
- ১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।
- ১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ।
- ১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।
মৃত্যু
- ১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ। (জ. ১৭০১)
- ১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৯০৯)
- ১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক। (জ. ১৯০৪)
- ১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (জ. ১৯১১)
- ২০০৭ - লেস জ্যাকসন, (জ. ১৯২১)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৫ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.