ফাল্গুনী মুখোপাধ্যায়
ফাল্গুনী মুখোপাধ্যায় (৭ মার্চ, ১৯০৪ - ২৫ এপ্রিল, ১৯৭৫) ছিলেন একজন খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক। এটি তার ছদ্মনাম। তার আসল নাম তারাপদ। তার বিখ্যাত উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন। এই দুটি উপন্যাস তার পাঠক সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে।[1]
ফাল্গুনী মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | তারাদাস ৭ মার্চ ১৯০৪ নাকড়াকোন্দা, খয়রাশোল, পশ্চিমবঙ্গ, ভারত |
মৃত্যু | ২৫ এপ্রিল ১৯৭৫ ৭১) | (বয়স
পেশা | লেখক, কবি, ঔপন্যাসিক, সম্পাদক |
ভাষা | বাংলা |
উল্লেখযোগ্য রচনাবলি | চিতা বহ্নিমান শাপমোচন |
প্রাথমিক জীবন
ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯০৪ সালের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামে ২০০৭ সালে এই গ্রামের একটি পাড়ার নামকরণ করা হয় 'ফাল্গুনী পল্লি'।[2]
সাহিত্যজীবন
তিনি ছিলেন বঙ্গলক্ষী মাসিকপত্রের সম্পাদক। সেখান থেকেই তার সাহিত্য জীবন শুরু হয়।[1] তার রচিত অন্যতম এবং বহুপঠিত দুটি উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন।[3] ১৯৫৫ সালে শাপমোচন উপন্যাস অবলম্বনে কোলকাতার পরিচালক সুধীর মুখার্জি উত্তম কুমার-সুচিত্রা সেন জুটিকে নিয়ে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।[4][5] এছাড়া ২০০৯ সালে দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশী নাট্য নির্মাতা এসএম দুলাল একই নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। আহসান হাবীব নাসিম ও মেহবুবা মাহনুর চাঁদনী অভিনীত টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হয়।[6] তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নিকন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ও ময়ূরী, জলে জাগে ঢেউ, মীরার বধূয়া, স্বাক্ষর, চরণ দিলাম রাঙায়ে উল্লেখযোগ্য। এছাড়া প্রকাশিত হয় তার রচিত দুটি কাব্যগ্রন্থ হিঙ্গুল নদীর কূলে ও কাশবনের কন্যা।[1]
গ্রন্থতালিকা
উপন্যাস
- চিতা বহ্নিমান
- শাপমোচন
- আকাশ বনানী জাগে (১৯৪৩)
- আশার ছলনে ভুলি (১৯৫০)
- বহ্নিকন্যা (১৯৫১)
- ভাগীরথী বহে ধীরে (১৯৫১)
- মন ও ময়ূরী (১৯৫২)
- জলে জাগে ঢেউ (১৯৫৪)
- মীরার বধূয়া (১৯৫৬)
- স্বাক্ষর (১৯৫৭)
- চরণ দিলাম রাঙায়ে (১৯৬৬)
- বধূ
- ফুলশয্যার রাত
- ফাল্গুনী অমনিবাস
- শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র
কাব্যগ্রন্থ
- হিঙ্গুল নদীর কূলে (১৯৩৫)
- কাশবনের কন্যা (১৯৩৮)
তথ্যসূত্র
- "Falguni Mukhopadhyay - ফাল্গুনী মুখোপাধ্যায়"। গুডরিডস। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬।
- দয়াল সেনগুপ্ত (৪ অক্টোবর ২০১৬)। "একুশ হাতেই মজেছে গাঁ"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬।
- সমরেশ মজুমদার (১ জুন ২০১০)। "'কালবেলা', 'কালপুরুষ' দিয়ে আমার পাঠক তৈরি হয়েছে"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬।
- চ্যাটার্জি, সোমা (২০১৫)। Suchitra Sen: The Legend and the Enigma। ভারত: হারপার কলিনস পাবলিশার্স।
- রাসেল পারভেজ (১৭ জানুয়ারি ২০১৪)। "চিরদিনের সুচিত্রা"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬।
- "Puja Special - Tele-film Shapmochon on ntv"। দ্য ডেইলি স্টার। সেপ্টেম্বর ২৮, ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬।