লিউ জিয়াওবো

লিও জিয়াওবো (ইংরেজি: Liu Xiaobo চীনা: 刘晓波) (২৮ ডিসেম্বর, ১৯৫৫ - ১৩ জুলাই, ২০১৭)[1] একজন চীনা অধ্যাপক, লেখক, চীনা সাহিত্য সমালোচক এবং মানবাধিকার কর্মী। তার লেখার মূল বিষয় চীনের রাজনৈতিক সংস্কার ও কমিউনিস্ট একদলীয় শাসনের অবসান।[2] তিনি বর্তমানে জিনজৌর লিয়াওনিং-এ রাজনৈতিক বন্দী হিসাবে বন্দী আছেন।[3][4][5]

লিও জিয়াওবো
刘晓波
জন্ম(১৯৫৫-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯৫৫
চাংচুং, গণচীন
মৃত্যু১৩ জুলাই ২০১৭(2017-07-13) (বয়স ৬১)
Shenyang, Liaoning, গণচীন
জাতীয়তাচীনা
যেখানের শিক্ষার্থীজিলিং বিশ্ববিদ্যালয়
বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়
পেশালেখক, রাজনৈতিক সমালোচন, মানবাধিকার কর্মী
দাম্পত্য সঙ্গীলিও জিয়া (১৯৯৬-বর্তমান)
পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার (২০১০)

প্রাথমিক জীবন ও কর্ম

লিও ১৯৫৫ সালের ২৮ ডিসেম্বর চীনের জিলিন প্রদেশের চাংচুং শহরে এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে ’’ডাউন টু কান্ট্রিসাইট মুভমেন্ট’’এর সময় লিওর বাবা তাকে ’’Horqin Right Front Banner’’ এর সামনে তুলে ধরেন। ১৯৭৪ সালে লিও তার মাধ্যমিক স্কুল শেষ করলে, তাকে জিলিনের গ্রামে একটি খামারে কাজ করার জন্য পাঠানো হয়।

১৯৭৭ সালে লিও জিলিন বিশ্ববিদ্যালয়ে চীনা সাহিত্য বিভাগে ভর্তি হন। সেখানে তিনি তার ছয়জন বন্ধু নিয়ে ’দ্যা ইনোসেন্ট হার্টস’ কবিতা গ্রুপ গঠন করেন।[6][7] ১৯৮২ সালে লিও তার গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ে চীনা সাহিত্যের গবেষণা ছাত্র হিসাবে ভর্তি হন। ১৯৮৪ সালে এম.এ. সম্পন্ন করেন এবং একই বিভাগের শিক্ষক হিসাবে যোগ দেন।[8] একই বছর তিনি তাও লিকে বিয়ে করেন, এবং তাদের ঘরে ১৯৮৫ সালে লিও তাও নামে একটি সন্তানের জন্ম হয়।

গ্রফতার, বিচার ও সাজা

গ্রেফতার

বিচার

নোবেল শান্তি পুরুস্কার

উল্লেখযোগ্য প্রকাশনা

পুরস্কার ও সম্মাননা

  • হেলম্যান-হ্যামেট্ট গ্রান্ড (১৯৯০, ১৯৯৬)
  • চীনা ফাউন্ডেশন অন ডেমোক্রেসি এডুকেশন ফর আউটস্টান্ডিং ডেমোক্রেটিক এক্টিভিটিস (২০০৩)
  • ফাউন্ডেশন ডি ফ্রান্স প্রাইস ফর ডিফেন্ডার অব প্রেস ফ্রিডম (২০০৪)
  • হংকং হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ডস (২০০৪, ২০০৫, ২০০৬)

আরো দেখুন

তথ্যসূত্র

  1. ""Verdict Against Liu Xiaobo""। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৫
  2. Biography of Liu Xiaobo.
  3. Frances Romero, Top 10 Political Prisoners, Time, 15 November 2010.
  4. Mark McDonald, An inside look at China's most famous political prisoner, New York Times, 23 July 2012.
  5. Congressional-Executive Commission on China, Political Prisoner Database:Liu Xiaobo ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ অক্টোবর ২০১২ তারিখে.
  6. "赤子心诗社"। Baidu। ২২ এপ্রিল ২০০৯।
  7. "5 things you need to know about Liu Xiaobo"। pbs.org। ১০ ডিসেম্বর ২০১০।
  8. 明報記者陳陽、方德豪। October 2010 http://specials.mingpao.com/cfm/News.cfm?Specialsessdate=12 October 2010 |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.