লিয়াওনিং

লিয়াওনিং[টীকা 1] (চীনা: 辽宁; ফিনিন: Liáoníng ) গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি দেশটির উত্তর-পূর্ব অংশে অবস্থিত। ১৯০৭ সালে ফেংথিয়েন নামে প্রদেশটি প্রতিষ্ঠিত হয়। ১৯২৯ সালে এর নাম বদলে লিয়াওনিং রাখা হয়। সেসময় মাঞ্চু ভাষায় এটি মুকদেন নামেও পরিচিত ছিল। জাপানি-মাঞ্চু শাসনের সময় এর নাম বদলে ১৯০৭ সালের নামে ফেরত যাওয়া হয়, কিন্তু ১৯৪৫ সালে এবং ১৯৫৪ সালে আবারও এর নাম লিয়াওনিং করা হয়।

লিয়াওনিং প্রদেশ
辽宁省
প্রদেশ
নামের প্রতিলিপি
  চীনা辽宁省 (Liáoníng Shěng লিয়াওনিং শেং)
  সংক্ষিপ্ত রূপ (ফিনিন: Liáo লিয়াও)
চীনের মানচিত্রে লিয়াওনিং প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
নামকরণের কারণলিয়াও নদীর নামে নামকরণ করা হয়েছে
Capital
(and largest city)
শেনিয়াং
প্রশাসনিক বিভাজন১৪ জেলা, ১০০ উপজেলা, ১৫১১ শহর
সরকার
  সচিবলি শি
  গভর্নর বা প্রশাসকছেন ছিউফা
আয়তন[1]
  মোট১৪৫৯০০ কিমি (৫৬৩০০ বর্গমাইল)
এলাকার ক্রম২১তম
জনসংখ্যা (২০১২)[2]
  মোট৪,৩৯,০০,০০০
  ক্রম১৪তম
  জনঘনত্ব৩০০/কিমি (৭৮০/বর্গমাইল)
  ঘনত্বের ক্রম১৫তম
জনপরিসংখ্যান
  জাতিগত গঠনহান: ৮৪%
মাঞ্চু – ১৩%
মঙ্গোল – ২%
হুই - ০.৬%
কোরীয় – ০.৬%
শিবে – ০.৩%
  ভাষা ও আঞ্চলিকতাউত্তর-পূর্ব ম্যান্ডারিন, চিয়াওলিয়াও ম্যান্ডারিন, বেইজিং ম্যান্ডারিন, পিয়ংগান কোরীয় ভাষা, মাঞ্চু
আইএসও ৩১৬৬ কোডCN-21
GDP (২০১৬)CNY 2.2 trillion
331 USD billion (৭ম)
 • মাথাপিছুCNY 50,287
USD 7,573 (৭ম)
এইচডিআই (২০১০)0.740[3] (high) (৬ষ্ঠ)
ওয়েবসাইটwww.ln.gov.cn
লিয়াওনিং
সরলীকৃত (উপরে) ও প্রথাগত (নিচে) চীনা অক্ষরে "লিয়াওনিং"
চীনা নাম
সরলীকৃত চীনা 辽宁
ঐতিহ্যবাহী চীনা 遼寧
পোস্টালLiaoning
আক্ষরিক অর্থ"Pacified Liao"
মাঞ্চু নাম
মাঞ্চু লিপি ᠯᡳᠶᠣᠣ ᠨᡳᠩ
রোমানীকরণLiyoo-ning
Fengtian
চীনা নাম
চীনা 奉天
পোস্টালFengtien
মাঞ্চু নাম
মাঞ্চু লিপি ᠠᠪᡴᠠᡳ ᡳᠮᡳᠶᠠᠩᡤᠠ
রোমানীকরণAbkai-imiyangga

লিয়াওনিং উত্তর-পূর্ব চীনের মাঞ্চুরিয়া অঞ্চলের দক্ষিণতম অংশ। আকৃতি ও কৌশলগত অবস্থানের কারণে চীনা ভাষায় এটি "সোনালী ত্রিভুজ" নামেও পরিচিত।[4] প্রদেশটির দক্ষিণে আছে পীত সাগর, কোরিয়া উপসাগরবোহাই সাগর, দক্ষিণ-পূর্বে আছে উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগানচাগাং প্রদেশগুলি, উত্তর-পূর্বে চিলিন প্রদেশ, দক্ষিণ-পশ্চিমে হপেই প্রদেশ, এবং উত্তর-পশ্চিমে অন্তর্দেশীয় মঙ্গোলিয়াইয়ালু নদী উত্তর কোরিয়ার সাথে প্রদেশটির সীমানা নির্ধারণ করেছে। নদীটি লিয়াওনিং প্রদেশের তানতোং শহর এবং উত্তর কোরিয়ার সিনুজু শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোরীয় উপসাগরে পতিত হয়েছে।

টীকা

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Doing Business in China - Survey"। Ministry Of Commerce – People's Republic Of China। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)"। National Bureau of Statistics of China। ২৯ এপ্রিল ২০১১। জুলাই ২৭, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৩
  3. 《2013中国人类发展报告》 (PDF) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৫
  4. "Liaoning Travel Guide: Map, History, Sightseeing, Ethnic Minority, Climate"। সংগ্রহের তারিখ ২০১০-০৩-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.