কুয়াংশি

কুয়াংশি[টীকা 1] (চীনা: 广西, আ-ধ্ব-ব [kwɑ̀ŋ.ɕí]; চুয়াং: Gvangjish), যার আনুষ্ঠানিক নাম কুয়াংশি চুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চল, গণপ্রজাতন্ত্রী চীনের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। এটি চীনের দক্ষিণ-মধ্য অংশে অবস্থিত। অতীতে এটি ভিয়েতনামের সাথে সীমান্তে অবস্থিত চীনের একটি প্রদেশ ছিল। ১৯৫৮ সালে এটি একটি স্বায়ত্বশাসিত অঞ্চলে পরিণত হয়।

Guangxi Zhuang Autonomous Region
广西壮族自治区
Autonomous region
Name প্রতিলিপি
  Chinese广西壮族自治区
  Abbreviation桂 (pinyin: Guì, Zhuang: Gvei)
  ZhuangGvangjsih Bouxcuengh Swcigih
  Cantonese JyutpingGwong2 sai1 Zong3 zuk6 Zi6 zi6 keoi1
  Cantonese YaleGwóngsaì Jongjuhk Jihjihkeuī
Map showing the location of the
Guangxi Zhuang Autonomous Region
Capital
(and largest city)
Nanning
Divisions14 prefectures, 109 counties, 1396 townships
সরকার
  SecretaryPeng Qinghua
  GovernorChen Wu
আয়তন[1]
  মোট২৩৬৭০০ কিমি (৯১৪০০ বর্গমাইল)
এলাকার ক্রম9th
জনসংখ্যা (1 November 2010)[2]
  মোট৪,৬০,২৬,৬০০
  আনুমানিক (31 December 2014)[3]৪,৭৫,৪০,০০০
  ক্রম11th
  জনঘনত্ব২০৭/কিমি (৫৪০/বর্গমাইল)
  ঘনত্বের ক্রম20th
Demographics
  Ethnic compositionHan Chinese – 62%
Zhuang – 32%
Yao – 3%
Miao – 1%
Dong – 0.7%
Vietnamese – 0.6%
Gelao – 0.4%
  LanguagesZhuang, Yue languages (mainly Cantonese), Southwestern Mandarin, Pinghua
আইএসও ৩১৬৬ কোডCN-45
GDP (2016)CNY 1.82 trillion
USD 2.74 billion (18th)
 - per capitaCNY 37,712
USD 5,679 (27th)
HDI (2010)0.658[4] (medium) (26th)
ওয়েবসাইটGuangxi Zhuang Autonomous Region
(Simplified Chinese)
কুয়াংশি
Guǎngxī in Simplified (top) and Traditional (bottom) Chinese
চীনা নাম
সরলীকৃত চীনা 广西
ঐতিহ্যবাহী চীনা 廣西
হানইয়ু পিনয়িনGuǎngxī
পোস্টালKwangsi
আক্ষরিক অর্থ"Western Expanse"
Guangxi Zhuang Autonomous Region
সরলীকৃত চীনা 广西自治区
ঐতিহ্যবাহী চীনা 廣西自治區 or 廣西僮族自治區[5]
হানইয়ু পিনয়িনGuǎngxī Zhuàngzú Zìzhìqū
পোস্টালKwangsi Chuang Autonomous Region
চুয়াং নাম
চুয়াংGvangjsih
long: Gvangjsih Bouxcuengh Swcigih
১৯৫৭ বানানGvaŋзsiƅ
long: Gvaŋзsiƅ Bouчcueŋƅ Sɯcigiƅ
Sawndiplong: 广西佈僮自治区

কুয়াংশি চীনের একেবারে দক্ষিণে একটি পর্বতময় অঞ্চলে অবস্থিত। একারণে চীনের ইতিহাসের প্রায় পুরোটা জুড়েই কুয়াংশি চীনা সভ্যতার প্রান্তসীমায় অবস্থিত ছিল। ২২৬ সালে এখানে কুয়াং জেলাটি প্রতিষ্ঠা হবার পর থেকেই অঞ্চলটির নামের সাথে কুয়াং অংশটি জড়িয়ে যায়। ইউয়ান রাজবংশের শাসনামলে অঞ্চলটিকে প্রদেশের মর্যাদা দেওয়া হয়। কিন্তু ২০শ শতকে এসেও অঞ্চলটিকে একটি উন্মুক্ত, বন্য এলাকা হিসেবে গণ্য করা হত ।

অঞ্চলটির নামের সংক্ষিপ্ত রূপ হল "桂" (ফিনিন: Guì কুই; চুয়াং: Gvei)। এই নামটি কুইলিন শহরের নাম থেকে এসেছে; শহরটি মিং ও ছিং রাজবংশের শাসনামলে প্রদেশটির রাজধানী ছিল। অঞ্চলটির বর্তমান রাজধানী হচ্ছে নাননিং

টীকা

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "Doing Business in China – Survey"। Ministry Of Commerce – People's Republic Of China। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩
  2. "广西2010年第六次全国人口普查主要数据公报" (চীনা ভাষায়)। Guangxi Statistical Bureau। ১ জুলাই ২০১১। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৫
  3. "National Data"National Bureau of Statistics of China। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৫
  4. 《2013中国人类发展报告》 (PDF) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৪
  5. http://stroke-order.learningweb.moe.edu.tw/advExplain1.do?big5=B9AD
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.