রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচী একজন বাংলাদেশী অভিনেত্রী, আবৃত্তিকার[1] ও নির্মাতা[2]

রোকেয়া প্রাচী
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনয়, আবৃতিকার
কার্যকাল১৯৯৭ - বর্তমান
পরিচিতির কারণদুখাই
উল্লেখযোগ্য কর্ম
মাটির ময়না, স্বপ্নডানায়
দাম্পত্য সঙ্গীআহাদ পারভেজ (মৃত্যু:১৯৯৯)
আসিফ নজরুল (২০০১-২০১২)
সন্তানলামিসা রিমঝিম, আস্থা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রাথমিক জীবন

রোকেয়া প্রাচীর শৈশব কাটে ফেনীসোনাগাজী ও ঢাকার মিরপুরে। তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।[3]

অভিনয় জীবন

বাংলাদেশ টেলিভিশনে জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, তার তিনটি চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত হয়েছিলো।[4]

নির্মাণ ও পরিচালনা

প্রাচী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটক, কাহিনীচিত্র ও টেলিছবি নির্মাণ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো তালিকা, স্বপ্ন সত্যি হতে পারে, রুবিনা, আমেনা ও ফুলকির গল্প[2] ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর হত্যাকান্ড নিয়ে সহিদ রহমানের গল্প অবলম্বনে নির্মিত কাহিনীচিত্র কবি ও কবিতা পরিচালনা করেছেন তিনি।[5] এর আগে তিনি ২০০৯ সালে একটি প্রামান্যচিত্র নির্মাণ করেন, সেটিই ছিলো তার প্রথম পরিচালনা, এরপর তিনি লুৎফুন্নেসাবায়ান্নর মিছিলে নামে আরও দুটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন।[6]

অভিনীত চলচ্চিত্র

বছর শিরোনাম ভূমিকা তথ্যসূত্র
১৯৯৭ দুখাই
২০০২ মাটির ময়না আয়েশা বিবি
২০০৬ অন্তর্যাত্রা
২০০৭ সপ্নডানায় মুক্তা [7][8]
২০১০ মনের মানুষ লালনের মা
অন্ধ নিরাঙ্গম লালনের মা
২০১৩ গাড়িওয়ালা [9]
২০১৩ শিখণ্ডী কথা [10]
২০১৭ ডুব মায়া

পুরস্কার ও সম্মাননা

রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিক বার মনোনিত ও পুরস্কৃত হয়েছেন।[11]

পুরষ্কারসমূহ

বছর পুরষ্কার শ্রেণী চলচ্চিত্র ফলাফল
১৯৯৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী দুখাই বিজয়ী
১৯৯৯ সমালোচনা পুরস্কার সেরা অভিনেত্রী চর বিজয়ী
২০০৮ লাক্স চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ড সেরা পার্শ্ব অভিনেত্রী স্বপ্নডানায় বিজয়ী

তথ্যসূত্র

  1. "Rokeya Prachy"SBS Movies
  2. মারুফ কিবরিয়া (১৭ জানুয়ারি ২০১৭)। "অপেক্ষায় রোকেয়া প্রাচী"। মানবজমিন অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭
  3. "যায় যায় দিন ::  :: শাড়ি আমার প্রিয় পোশাক"jjdin.com
  4. "..: S A M A K A L :.. I N T E R N E T :.. E D I T I O N"samakal.net। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৫
  5. মানবজমিন অনলাইন (৯ ডিসেম্বর ২০১৭)। "'কবি ও কবিতা' নিয়ে রোকেয়া প্রাচী"। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭
  6. দ্য ডেইলি স্টার (May 01, 2009)। "Rokeya Prachi turns director" (ইংরেজী ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  7. "On the Wings of Dreams". blockbuster.com.
  8. "Swopnodanay".
  9. "Rokeya Prachy in the movie Gaariwala".
  10. MM Shohiduzzaman.
  11. "Rokeya Prachy on her recent endeavours"New Age। ২০১২-০১-১৯। ২০১৩-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.