নূতন (বাংলাদেশী অভিনেত্রী)
ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও নর্তকী।[1] ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[2] তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
নূতন | |
---|---|
জন্ম | ফারহানা আমিন রত্না ১৯৫৬ |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী, নর্তকী |
কার্যকাল | ১৯৬৯-বর্তমান |
পরিচিতির কারণ | ওরা ১১ জন স্ত্রীর পাওনা হিরো: দ্যা সুপারস্টার |
দাম্পত্য সঙ্গী | রুহুল আমিন বাবুল (১৯৭৮-বর্তমান) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১বার) |
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহশিল্পী | টীকা |
---|---|---|---|---|---|
১৯৭০ | নতুন প্রভাত | নূতন | মুস্তফা মেহমুদ | আনসার | প্রথম চলচ্চিত্র |
১৯৭২ | ওরা এগার জন | চাষী নজরুল ইসলাম | খসরু, শাবানা | ||
১৯৭৩ | ফকির মজনু শাহ | ||||
রাজদুলারী | |||||
১৯৭৪ | সংগ্রাম | আব্দুস সামাদ | রাজ্জাক | ||
১৯৭৭ | বসুন্ধরা | সুভাষ দত্ত | ববিতা, ইলিয়াস কাঞ্চন | ||
১৯৮০ | যদি জানতেম | ||||
১৯৮৮ | রাঙা ভাবী | আলমগীর, শাবানা | |||
অলংকার | |||||
১৯৯১ | স্ত্রীর পাওনা | সুভাষ দত্ত | আলমগীর, শাবানা | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | |
মহেশখালীর বাঁকে | উজ্জ্বল, শাবানা | ||||
শাহজাদা | |||||
কার পাপে | |||||
কন্যা বদল | |||||
চেনা মুখ | |||||
প্রেম বন্ধন | |||||
রাজমহল | |||||
সোনার চেয়ে দামী | |||||
বদনাম | রাজ্জাক | ||||
সময় কথা বলে | |||||
আমার মা | |||||
প্রেম বিরহ | |||||
শিরি ফরহাদ | |||||
ব্যবধান | |||||
আওয়াজ | |||||
প্রান সজনী | |||||
গাদ্দার | |||||
গুলবাহার | |||||
তাজ ও তলোয়ার | |||||
সুরুজ | |||||
পাতাল বিজয় | |||||
অধিকার | |||||
অশান্ত | |||||
গৃহবিবাদ | |||||
সওদাগর | |||||
কাবিন | রাজ্জাক | ||||
সৎ ভাই | রাজ্জাক | ||||
মিঃ মাওলা | রাজ্জাক | ||||
মালা মতি | মালা | রাজ্জাক | |||
রুপের রানী গানের রাজা | জসিম | ||||
নাচে নাগিন | দেলোয়ার জাহান ঝন্টু | জসিম | |||
সাহস | জসিম | ||||
পাগলা রাজা | রাজ্জাক | [3] | |||
১৯৯৭ | আমি সেই মেয়ে | আলমগীর, প্রসেনজিত | ইন্দো-বাংলা প্রযোজনা[4] | ||
২০১০ | নাম্বার ওয়ান শাকিব খান | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ | [5] | |
ক্রাইম সিটি | বস | বাবুল রেজা | ওমর সানি, পূর্ণিমা, মিশা সওদাগর | ভিলেন রুপে[6] | |
বলো না তুমি আমার | |||||
পুত্র এখন পয়সাওয়ালা | নার্গিস আক্তার | ববিতা | |||
২০১৩ | কি প্রেম দেখাইলা | শাহ মুহম্মদ সংগ্রাম | বাপ্পি চৌধুরী, আঁচল, ববিতা | ||
অন্যরকম ভালোবাসা | শাহিন সুমন | মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী | ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ তে মুক্তিপ্রাপ্ত[7] | ||
মাই নেইম ইজ খান | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস | [8][9] | ||
২০১৪ | হিরো দ্য সুপারস্টার | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা | ২৯ জুলাই, ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত[10] |
টেলিভিশন
বছর | প্রোগ্রাম | উপস্থাপক | চ্যানেল |
---|---|---|---|
২০১৫ | আমার ছবি | শাফিউজ্জামান খান লোদী | চ্যানেল আই[11] |
পুরস্কার ও সম্মাননা
তিনি ১৯৮৭ সালে বাচসাস এবং ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৭ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | বিজয়ী | |
১৯৯১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | স্ত্রীর পাওনা | বিজয়ী |
২০১৫ | বাংলাসিনে অ্যাওয়ার্ড | আজীবন সম্মাননা | বিজয়ী[12] |
তথ্যসূত্র
- "নূতন ও রাজ্জাক তনয় সম্রাট"। আমার দেশ অনলাইন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "The celebrity name game"। The Daily Star। সেপ্টেম্বর ২৮, ২০০৯।
- "স্বর্ণযুগের তারকা"। আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০১৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- জয়ন্ত সাহা (২৫ সেপ্টেম্বর ২০১৫)। "যৌথ প্রযোজনার চলচ্চিত্র: সাংস্কৃতিক বিনিময় না কেবলই ব্যবসা?"। বিডি নিউজ। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "সেন্সরে নাম্বার ওয়ান শাকিব খান"। দৈনিক ডেসটিনি। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "এবার ভিলেন!"। দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন"। আমাদের মেহেরপুর। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "ভবিষ্যতে সিনিয়রদের পাবে না চলচ্চিত্র"। আলকিত বাংলাদেশ। জুন ২৩, ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫।
- "ঢালিউড কাঁপানো নূতন এখন"। এনটিভি অনলাইন। ১৪ এপ্রিল ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"। Daily Manab Zamin। ডিসেম্বর ২৩, ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "'আমার ছবি'র অতিথি অভিনেত্রী নূতন"। সাতদিন। ১৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
- "জমকালো আয়োজনে 'বাংলাসিনে অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন ঘোষণা"। দৈনিক মানব জমিন। ৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে নূতন
- বাংলাদেশ ফিল্ম আর্কাইভে নূতন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.