নূতন (বাংলাদেশী অভিনেত্রী)

ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও নর্তকী।[1] ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[2] তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

নূতন
জন্ম
ফারহানা আমিন রত্না

১৯৫৬
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, নর্তকী
কার্যকাল১৯৬৯-বর্তমান
পরিচিতির কারণওরা ১১ জন
স্ত্রীর পাওনা
হিরো: দ্যা সুপারস্টার
দাম্পত্য সঙ্গীরুহুল আমিন বাবুল (১৯৭৮-বর্তমান)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১বার)

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক সহশিল্পী টীকা
১৯৭০নতুন প্রভাতনূতনমুস্তফা মেহমুদআনসারপ্রথম চলচ্চিত্র
১৯৭২ওরা এগার জনচাষী নজরুল ইসলামখসরু, শাবানা
১৯৭৩ফকির মজনু শাহ
রাজদুলারী
১৯৭৪সংগ্রামআব্দুস সামাদরাজ্জাক
১৯৭৭বসুন্ধরাসুভাষ দত্তববিতা, ইলিয়াস কাঞ্চন
১৯৮০যদি জানতেম
১৯৮৮রাঙা ভাবীআলমগীর, শাবানা
অলংকার
১৯৯১স্ত্রীর পাওনাসুভাষ দত্তআলমগীর, শাবানাবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
মহেশখালীর বাঁকেউজ্জ্বল, শাবানা
শাহজাদা
কার পাপে
কন্যা বদল
চেনা মুখ
প্রেম বন্ধন
রাজমহল
সোনার চেয়ে দামী
বদনামরাজ্জাক
সময় কথা বলে
আমার মা
প্রেম বিরহ
শিরি ফরহাদ
ব্যবধান
আওয়াজ
প্রান সজনী
গাদ্দার
গুলবাহার
তাজ ও তলোয়ার
সুরুজ
পাতাল বিজয়
অধিকার
অশান্ত
গৃহবিবাদ
সওদাগর
কাবিনরাজ্জাক
সৎ ভাইরাজ্জাক
মিঃ মাওলারাজ্জাক
মালা মতিমালারাজ্জাক
রুপের রানী গানের রাজাজসিম
নাচে নাগিনদেলোয়ার জাহান ঝন্টুজসিম
সাহসজসিম
পাগলা রাজারাজ্জাক[3]
১৯৯৭আমি সেই মেয়েআলমগীর, প্রসেনজিতইন্দো-বাংলা প্রযোজনা[4]
২০১০নাম্বার ওয়ান শাকিব খানবদিউল আলম খোকনশাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ[5]
ক্রাইম সিটিবসবাবুল রেজাওমর সানি, পূর্ণিমা, মিশা সওদাগরভিলেন রুপে[6]
বলো না তুমি আমার
পুত্র এখন পয়সাওয়ালানার্গিস আক্তারববিতা
২০১৩কি প্রেম দেখাইলাশাহ মুহম্মদ সংগ্রামবাপ্পি চৌধুরী, আঁচল, ববিতা
অন্যরকম ভালোবাসাশাহিন সুমনমাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী১৫ ফেব্রুয়ারি, ২০১৩ তে মুক্তিপ্রাপ্ত[7]
মাই নেইম ইজ খানবদিউল আলম খোকনশাকিব খান, অপু বিশ্বাস[8][9]
২০১৪হিরো দ্য সুপারস্টারবদিউল আলম খোকনশাকিব খান, অপু বিশ্বাস, ববিতা২৯ জুলাই, ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত[10]

টেলিভিশন

বছরপ্রোগ্রামউপস্থাপকচ্যানেল
২০১৫আমার ছবিশাফিউজ্জামান খান লোদীচ্যানেল আই[11]

পুরস্কার ও সম্মাননা

তিনি ১৯৮৭ সালে বাচসাস এবং ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
১৯৮৭বাচসাস পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রীবিজয়ী
১৯৯১জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীস্ত্রীর পাওনাবিজয়ী
২০১৫বাংলাসিনে অ্যাওয়ার্ডআজীবন সম্মাননাবিজয়ী[12]

তথ্যসূত্র

  1. "নূতন ও রাজ্জাক তনয় সম্রাট"আমার দেশ অনলাইন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  2. "The celebrity name game"The Daily Star। সেপ্টেম্বর ২৮, ২০০৯।
  3. "স্বর্ণযুগের তারকা"আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০১৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  4. জয়ন্ত সাহা (২৫ সেপ্টেম্বর ২০১৫)। "যৌথ প্রযোজনার চলচ্চিত্র: সাংস্কৃতিক বিনিময় না কেবলই ব্যবসা?"বিডি নিউজ। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  5. "সেন্সরে নাম্বার ওয়ান শাকিব খান"দৈনিক ডেসটিনি। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  6. "এবার ভিলেন!"দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  7. "পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন"। আমাদের মেহেরপুর। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  8. "ভবিষ্যতে সিনিয়রদের পাবে না চলচ্চিত্র"। আলকিত বাংলাদেশ। জুন ২৩, ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫
  9. "ঢালিউড কাঁপানো নূতন এখন"। এনটিভি অনলাইন। ১৪ এপ্রিল ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  10. "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"Daily Manab Zamin। ডিসেম্বর ২৩, ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  11. "'আমার ছবি'র অতিথি অভিনেত্রী নূতন"। সাতদিন। ১৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬
  12. "জমকালো আয়োজনে 'বাংলাসিনে অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন ঘোষণা"দৈনিক মানব জমিন। ৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.