মাহিয়া মাহী

শারমিন আকতার নিপা (মঞ্চ নাম মাহিয়া মাহী হিসেবেই অধিক পরিচিত; জন্ম: ২৭ অক্টোবর ১৯৯৩) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[2] ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।[3][4][5][6][7] ২০১৯ সালে মাহীকে নিয়ে বই প্রকাশ করেন তার ভক্তরা, বইটির নাম 'মাহী দ্য প্রিন্সেস'।[8][9]

মাহিয়া মাহি
মাহিয়া মাহি
জন্ম
শারমিন আকতার নিপা

(1993-10-27) ২৭ অক্টোবর ১৯৯৩
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০১২বর্তমান
উচ্চতা ফু ৬ ইঞ্চি (১.৬৮ মি)
দাম্পত্য সঙ্গীপারভেজ মাহমুদ অপু (২০১৬ -বর্তমান)[1]
পিতা-মাতাআবু বকর (পিতা)
দিলারা ইয়াসমিন (মাতা)

ব্যক্তিগত জীবন

মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় শারমিন আক্তার নিপা হিসাবে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করছেন। মাহী ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন।[10][11]

অভিনয় জীবন

মাহিয়া মাহী ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।[12] ২০১৩ সালে মাহীর পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুন দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।[13] ২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার।[14] একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি ২ চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০১৫ সালের ১৮ জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়।[15] তিনি ২০১৬ সালে হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের 'অরু' চরিত্রে,[16] এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন,[17] দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। ২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ মারপিট থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।[18] ২০১৮ সালে তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পায়।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক টীকা
২০১২ভালোবাসার রঙমাহীশাহীন-সুমনঅভিনীত প্রথম চলচিত্র
২০১৩অন্যরকম ভালবাসামিষ্টিশাহীন-সুমন
পোড়ামনপরিজাকির হোসেন রাজুরেকর্ডসংখ্যক ব্যবসা করে সিনেমাটি
ভালোবাসা আজকালডানাপি এ কাজল
তবুও ভালবাসিসুনয়নামনতাজুর রহমান আকবর
২০১৪অগ্নিতানিশাইফতেখার চৌধুরী২০১৪ সালের শীর্ষ ব্যবসাসফল চলচ্চিত্র
কি দারুন দেখতেমাহীওয়াজেদ আলী সুমন
দবির সাহেবের সংসারচুমকি,ডেইজি ও প্রতিক্ষাজাকির হোসেন রাজু
হানিমুনতন্দ্রাসাফি উদ্দিন সাফি
অনেক সাধের ময়নাময়নাজাকির হোসেন রাজুরাজ্জাক-কবরীর ময়নামতি চলচ্চিত্রের পুনর্নির্মাণ
দেশা: দ্য লিডারসৃষ্টিসৈকত নাসির
২০১৫বিগ ব্রাদারকাজলসাফি উদ্দিন সাফিখলচরিত্রে অভিনয়
অগ্নি ২তানিশা/অগ্নিইফতেখার চৌধুরীরেকর্ডসংখ্যক ব্যবসা করে
রোমিও বনাম জুলিয়েটজুলিয়েটঅশোক পাতিবাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র
ওয়ার্নিংতৃনা হাসানসাফি উদ্দিন সাফি
২০১৬অনেক দামে কেনাপুষ্পজাকির হোসেন রাজু
কৃষ্ণপক্ষঅরুমেহের আফরোজ শাওনহুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিত
২০১৭ঢাকা অ্যাটাকচৈতিদিপঙ্কর দীপনবাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
২০১৮পলকে পলকে তোমাকে চাইবন্যাশাহনেওয়াজ শানু
জান্নাতজান্নাতমোস্তাফিজুর রহমান মানিক
মনে রেখোমুনওয়াজেদ আলি সুমন
পবিত্র ভালবাসারোজিএ.কে. সোহেল
তুই শুধু আমারপ্রিয়াঅনন্য মামুনআসন্ন মুক্তি, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র
২০১৯অন্ধকার জগৎশবনমবদিউল আলম খোকনআসন্ন মুক্তি
আনন্দ অশ্রুশিরিনমুস্তাফিজুর রহমান মানিকনির্মাণাধীন
অবতারমুক্তিমাহমুদ হাসান শিকদারআসন্ন মুক্তি
মন দেব মন নেবমোহনাশিবলী নোমাননির্মাণাধীন
২০২০প্রেমের বাঁধনবাঁধনগাজী জাহাঙ্গিরনির্মাণাধীন
গোলাপতলীর কাজলকাজলশামীমুল ইসলাম শামীমনির্মাণাধীন

পুরস্কার

বছর পুরষ্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৩মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা অভিনেত্রী[19]অন্যরকম ভালোবাসামনোনীত
বাচসাস পুরস্কারসেরা অভিনেত্রীভালোবাসা আজকালবিজয়ী
২০১৪মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা অভিনেত্রীঅগ্নিবিজয়ী
২০১৫মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা অভিনেত্রীরোমিও বনাম জুলিয়েটমনোনীত
২০১৬মেরিল-প্রথম আলো পুরস্কারসেরা অভিনেত্রীকৃষ্ণপক্ষমনোনীত

তথ্যসূত্র

  1. http://www.prothom-alo-com/article/867751/মাহির-বিয়ে%5B%5D
  2. "চলচ্চিত্রে আলোচিত ৫ নায়িকার দৌড় চলছে এখন!"
  3. "কমেনি মাহির কদর"দৈনিক ভোরের কাগজ
  4. "Mahi's New Obotar"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  5. "বাপ্পীকে খুন করবেন মাহী!"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  6. "ঈদে হাত পেতে ৪ লক্ষের উপহার নিলেন মাহিয়া"Eisamay। ২০১৯-০৬-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  7. "৮ মিনিটের নাচে মাহিয়া মাহি"The Daily Star Bangla। ২০১৯-০৫-২১। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  8. "মাহিকে নিয়ে ভক্তদের 'মাহি দ্য প্রিন্সেস'"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  9. "'মাহি দ্য প্রিন্সেস'"আমাদের সময়.কম - AmaderShomoy.com। ২০১৮-১০-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭
  10. "মাহিয়া মাহি"আলোকিত চাঁপাইনবাবগঞ্জ। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬
  11. "মাহির বিয়ে"। ২৫ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬
  12. "ঢাকাই ছবির নতুন জুটি"দৈনিক কালের কণ্ঠ। ২০১৩-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৯
  13. "বাস্তবেও আমি অগ্নিকন্যা: মাহি"
  14. http://m.risingbd.com/entertainment/news/81990/%5B%5D
  15. http://thevision24.com/archives/6979 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১৬ তারিখে | title=শাকিব ও মাহির হাড্ডাহাড্ডি লড়াই
  16. "এবার কৃষ্ণপক্ষের 'অরু' - আনন্দ বিনোদন - The Daily Ittefaq"
  17. "অন্ধ চরিত্রে প্রথম অভিনয়"cninews24.com
  18. "মাহি-শুভ'র 'ঢাকা অ্যাটাক' মুক্তি পাচ্ছে ১২৫ প্রেক্ষাগৃহে"। একুশে টেলিভিশন।
  19. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩ প্রথম পর্বে মনোনয়ন পেলেন যারা"প্রথম আলো

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.