অন্ধকার জগৎ
অন্ধকার জগৎ হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র, যে চলচ্চিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব, মাহিয়া মাহি, আনোয়ারা, মিশা সওদাগরসহ আরো অনেকে। চলচ্চিত্রটি ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তি পায়।[1] এর আগে ১৬ ফেব্রুয়ারি এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।[2][3] চলচ্চিত্রটি বদিউল আলম খোকন পরিচালিত ত্রিংশ চলচ্চিত্র।[4][5][6][7]
অন্ধকার জগৎ | |
---|---|
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | মাহবুবা শাহরীন |
শ্রেষ্ঠাংশে | ডিএ তায়েব মাহিয়া মাহি আনোয়ারা মিশা সওদাগর |
মুক্তি | ১৫ ফেব্রুয়ারি ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- ডিএ তায়েব - কাঙাল
- মাহিয়া মাহি - শবনম চৌধুরী
- আনোয়ারা - কাঙালের মা
- মিশা সওদাগর - সুলতান বাবা
- আলেকজান্ডার বো - রাজা
- মৌমিতা মৌ - দোলন
- মাহমুদুল ইসলাম মিঠু - আসলাম ভাই
তথ্যসূত্র
- "আজ মুক্তি পাচ্ছে মাহি-তায়েব'র 'অন্ধকার জগত'"। একুশে টিভি। ২২ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- "অন্ধকার জগতের প্রিমিয়ার"। বাংলাদেশ প্রতিদিন। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- "'অন্ধকার জগতে'র বাসিন্দাকে শাকিবের উৎসাহ!"। ইনকিলাব। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- "Ondhokar Jogot (The Dark World)"। The Daily Star। ১৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- "ভিন্ন প্রচারণায় দর্শকের কাছে তায়েব-মাহির 'অন্ধকার জগৎ'"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- "মাহির 'অন্ধকার জগৎ' | বিনোদন"। ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
- "৮০ প্রেক্ষাগৃহে 'অন্ধকার জগৎ'"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.