দবির সাহেবের সংসার

দবির সাহেবের সংসার হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজুজাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন শীষ মনোয়ার। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, আসিফ ইমরোজ,[1][2] আলীরাজ, আলেকজান্ডার বো সহ আরোও অনেকে। এটি মুক্তি পায় ২০১৪ সালের ৪ এপ্রিল।[3][4] চলচ্চিত্রটিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান[5]

দবির সাহেবের সংসার
দবির সাহেবের সংসার চলচ্চিত্রের পোস্টার
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজকশীষ মনোয়ার
রচয়িতাএ.জে বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
শফিক তুহিন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  •  এপ্রিল ২০১৪ (2014-04-04)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

চলচ্চিত্রটির গল্প দবির সাহেকে (আলীরাজ) ঘিরে, যিনি তার দ্বিতীয় মেয়েকে (মাহিয়া মাহী) শৈশবে হারিয়ে ফেলেন। এদিকে, তিনি কুদ্দুস (বাপ্পি চৌধুরী) ও কুতুব (আসিফ ইমরোজ) নামে দুই কর্মচারী রাখেন, তার মেয়েকে খুঁজে বের করতে।

অভিনয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ভালো যাচ্ছে 'দবির সাহেবের সংসার'"। ১৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  2. "কমেডি ছবি 'দবির সাহেবের সংসার' | DeshNews24.com"। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  3. Daily Manab Zamin | ‘দবির সাহেবের সংসার’ মুক্তি পেয়েছে
  4. তবুও ভালো যাচ্ছে 'দবির সাহেবের সংসার' :: দৈনিক ইত্তেফাক
  5. "অতিথি চরিত্রে শাকিব খান"দৈনিক সমকাল। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.