কৃষ্ণপক্ষ (চলচ্চিত্র)

কৃষ্ণপক্ষ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।[2] ছবিটির প্রিমিয়ার হয় ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি, তবে সারা দেশে মুক্তি পায় ২৬ ফেব্রুয়ারি।[3][4][5][6][7] এই চলচ্চিত্রের মাধ্যমে মেহের আফরোজ শাওন চলচ্চিত্র পরিচালনায় প্রথম আত্মপ্রকাশ করেন।[8]

কৃষ্ণপক্ষ
কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমেহের আফরোজ শাওন
প্রযোজকইমপ্রেস টেলিফিল্ম
রচয়িতাহুমায়ুন আহমেদ
চিত্রনাট্যকারমেহের আফরোজ শাওন
কাহিনীকারহুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারসংগীত:
এস আই টুটুল
আবহ সংগীত:
ইমন সাহা
চিত্রগ্রাহকরায়হান খান[1]
সম্পাদকছ‌লিম উল্লাহ্ ছ‌লি[1]
মুক্তি
  • ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-26)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

ছোট বেলায় মুহিব তার বাবা মাকে হারায়। একমাত্র বোন জেবার বিয়ের পর তার সাথে থাকতে এসে দুলাভাইয়ের কঠিন অনুশাসনের মুখোমুখি হয়। তারপরও এই দু:খী ভাইবোনের জীবন চলতে থাকে পরস্পরের প্রতি পরম মমতায়। অরুর হাত ধরে মুহিবের জীবনে ভালোবাসা স্পর্শ করে। অরুকে সঙ্গে নিয়ে মুহিব দেখতে শুরু করে এক নতুন জীবনের স্বপ্ন।[9]

অভিনয়ে

মুক্তি

কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি ১৬টি সিনেমা হলে মুক্তি পায়। এই চলচ্চিত্রের পরিবেশকের দায়িত্বে ছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবেশনার দায়িত্ব নিজের হাতেই নিয়ে নিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম

সঙ্গীত

কৃষ্ণপক্ষ
এস আই টুটুল কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৬
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
নং.শিরোনামগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."তিন নম্বর ভূতের গলি"এস আই টুটুল 
২."চলোনা বৃষ্টিতে ভিজি"এস আই টুটুল, জারিন তাসনিম নাওমি 
৩."ঠিকানা আমার"এস আই টুটুল 

তথ্যসূত্র

  1. "Team – KrishnoPokkho"
  2. "শুরু হচ্ছে রিয়াজ-মাহির 'কৃষ্ণপক্ষ'"
  3. "কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায়..."
  4. হাসান, ইমতিয়াজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'কৃষ্ণপক্ষ'-এর সেটে একদিন"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  5. "'বেপরোয়া'র দাপটে কোণঠাসা 'কৃষ্ণপক্ষ'! | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  6. bhorerkagoj.net (২০১৫-১০-০৩)। "হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করে তারা শুরু করলেন 'কৃষ্ণপক্ষ'"Bhorerkagoj Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  7. "ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে কৃষ্ণপক্ষ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  8. jagonews24.com। "'কৃষ্ণপক্ষ' ছবির আনন্দঘন প্রিমিয়ার"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩
  9. "কৃষ্ণপক্ষ (Krishnopokkho) - বাংলা মুভি ডেটাবেজ"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.