জয়ন্ত চট্টোপাধ্যায়

জয়ন্ত চট্টোপাধ্যায় (জন্ম ২ জুলাই ১৯৪৪) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। [1][2]

জয়ন্ত চট্টোপাধ্যায়
জন্ম (1944-07-02) ২ জুলাই ১৯৪৪
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৭১বর্তমান
সন্তান২ জন
ওয়েবসাইটhttp://www.imdb.com/name/nm1194086/

জন্ম

জয়ন্ত চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈম্বরীপুর গ্রামে। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন পারিবারিক পরিবেশে। তার পরিবারের সবাই গান বাজনা নিয়ে সব সময় মেতে থাকতেন। [3]

শৈশব

জয়ন্ত চট্টোপাধ্যায় এর বাবা কালীকানন্দ চট্টোপাধ্যায় ভালো আবৃত্তিকার ছিলেন। তাদের বাড়িতে ছিল তাদের নিজস্ব থিয়েটারের দল। সেই থিয়েটার দল বছরে কয়েকটি যাত্রা এবং নাটক মঞ্চস্থ করতো এবং তাতে তাদের পরিবারের সবাই অভিনয় করতেন। অনেক ছোটবেলায় এরকমই এক 'পালা'য় বিবেকের সহচর বালক বা 'এক-আনি'র ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়ের প্রথম মঞ্চে ওঠা। এর পর একটু বড় হয়ে আবৃত্তি আর অভিনয়ের দিকে তার আগ্রহ আরো বেড়ে যায়। পাশাপাশি শিখেছেন গান আর তবলাবাদন।[4]

শিক্ষাজীবন

কলেজ জীবনে তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সেই সাথে তিনি একটি সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন। [5]

চলচ্চিত্র

তথ্যসূত্র

  1. জয়ন্ত চট্টোপাধ্যায় (১৪ নভেম্বর ২০১৪)। "জয়ন্ত চট্টোপাধ্যায়"প্রিয়। ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬
  2. "এ সপ্তাহের সাক্ষাৎকার জয়ন্ত চট্টোপাধ্যায়"বিবিসি বাংলা। ৯ অক্টোবর ২০১৩।
  3. "হুমায়ূন আহমেদ আমার কাছে জীবন্ত : জয়ন্ত চট্টোপাধ্যায়"। ১৩ নভেম্বর ২০১৪।
  4. "জয়ন্ত চট্টোপাধ্যায়"। জুলাই ৫, ২০১৫।
  5. "অভিনেত্রী নওশাবাকে নিয়ে প্রেমের কবিতা লিখলেন জয়ন্ত চট্টোপাধ্যায়"। ৯ অক্টোবর ২০১৩।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.