অবতার (২০১৯-এর চলচ্চিত্র)

অবতার হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকে।

অবতার
অবতার এর পোস্টার
পরিচালকমাহমুদুল হাসান শিকদার
প্রযোজকএস এম ইমরুল কায়েস
রচয়িতামাহমুদুল হাসান শিকদার
শ্রেষ্ঠাংশেমাহিয়া মাহি
জেএইচ রুশো
আমিন খান
মিশা সওদাগর
রাইসুল ইসলাম আসাদ
চিত্রগ্রাহকমাহমুদুল হাসান শিকদার
প্রযোজনা
কোম্পানি
সাগা এন্টারটেইনমেন্ট
মুক্তি১৩ সেপ্টেম্বর ২০১৯
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়ে

নির্মাণ

২০১৭ সালের ডিসেম্বরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরে তা শেষ হয়।[1] ২০১৯ সালের ১৯ মার্চ চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র লাভ করে।[2]

মুক্তি

চলচ্চিত্রটির মুক্তির তারিখ ২০১৯ সালের ১৯ জুলাই শুরুতে নির্ধারণ করা হয়েছিল।[1][3][4] পরে সে তারিখ পরিবর্তন করা হয় এবং ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়।[5][6][7] চলচ্চিত্রটি মুক্তির পর চলচ্চিত্রটির অভিনেতা আমিন খান যুগান্তর পত্রিকায় এক সাক্ষাৎকারে হ্যাকিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন।[8]

তথ্যসূত্র

  1. "'অবতার' নিয়ে ফিরছেন মাহি"আরটিভি। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  2. "ছাড়পত্র পেল মাহির 'অবতার'"বাংলাদেশ প্রতিদিন। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  3. "১৯ জুলাই মুক্তি পাচ্ছে 'অবতার'"বাংলানিউজ২৪.কম। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  4. "পর্দায় ফিরছেন মাহিয়া মাহি"বাংলা ট্রিবিউন। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  5. "বন্যা ও আমদানি ছবির কারণে থমকে গেল মাহির 'অবতার'"চ্যানেল আই। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  6. "আজ থেকে প্রেক্ষাগৃহে দুই নায়িকার লড়াই"ভোরের কাগজ। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯
  7. "আজ মাহী- তিশা মুখোমুখি"ইত্তেফাক। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯
  8. "ভালো ছবির প্রচারণা কোনো একটি শ্রেণি বন্ধ করতে চায়"যুগান্তর। ২২ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.