হিরো: দ্যা সুপার স্টার
হিরো: দ্যা সুপার স্টার হল একটি বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, ইয়ামিন হক ববি এবং অপু বিশ্বাস।[1] এছাড়াও সহ-তারকা হিসেবে অভিনয় করেছেন ববিতা, অমিত হাসান, নতুন, মিশা সওদাগর সহ আরও অনেকে। চলচ্চিত্রটিতে প্রথম বারের মত প্রযোজনার মাধ্যমে শাকিব খান একজন প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।[2][3] হিরো: দ্যা সুপারস্টার ২০১৪ সালের ২৯ জুলাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিলাভ দেওয়া হয়; যা ১২০টি সিনেমায় মুক্তি দিয়ে বাংলাদেশী কোন চলচ্চিত্র হিসেবে বেশী সংখ্যক সিনেমা হলে মুক্তি লাভ করার রেকর্ড সৃষ্টি করে। পরবর্তীতে অবশ্যই শাকিবের অন্য আরেকটি চলচ্চিত্র হিটম্যান (১৪২টি স্ক্রিন) রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে।[4] হিরো: দ্যা সুপারস্টার চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিন থেকে শুৃরু করে আয়ের বিভিন্ন রেকর্ড সৃষ্টি করে।
হিরো: দ্যা সুপার স্টার | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তি পোস্টার | |
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | শাকিব খান |
রচয়িতা | কাশেম আলী দুলাল |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান ইয়ামিন হক ববি অপু বিশ্বাস ববিতা নতুন অমিত হাসান মিশা সওদাগর |
সুরকার | আলী আকরাম শুভ আরেফিন রুমি |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এসকে ফিল্মস |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ২.১৫৳ কোটি |
কাহিনী
শ্রেষ্ঠাংশে
- শাকিব খান
- ইয়ামিন হক ববি
- অপু বিশ্বাস
- ববিতা
- অমিত হাসান
- নতুন
- মিশা সওদাগর
সঙ্গীত
হিরো: দ্যা সুপার স্টার | |
---|---|
![]() | |
আলী আকরাম শুভ আরফিন রুমী শওকত আলী ইমন কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ২৫ জুলাই ২০১৪ |
শব্দধারণের সময় | ২০১৪ |
ঘরানা | ফিল্ম সাউন্ডট্র্যাক |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | টাইগার মিডিয়া |
প্রযোজক | শাকিব খান |
হিরো: দ্যা সুপারস্টার ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ, আরফিন রুমি ও শওকত আলী ইমন। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কবির বকুল। চলচ্চিত্রটিতে মোট ৫টি গান রয়েছেঃ
হিরো: দ্যা সুপারস্টার এ্যালবাম: এর গান সমূহ | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "হিরো: দ্যা সুপারস্টার" | আলী আকরাম শুভ | এস আই টুটুল এবং পুলক | ৪:১৮ |
২. | "যেথানে জাবে আমাকে পাবে" | আরফিন রুমি | আরফিন রুমি ও নওমী | ৫:০২ |
৩. | "দেখে তোর মায়াবি হাসি" | আলী আকরাম শুভ | আসিফ ও মিমি | ৩:৫৪ |
৪. | "আই লাভ ইউ হিরো" | আলী আকরাম শুভ | পলাশ, তনজনা রুমা ও মুন | ৩:৫৭ |
৫. | "তোর সাথে বেধেছি মন" | শওকত আলী ইমন | রুপম ও রুমা | ৪:৩২ |
মোট দৈর্ঘ্য: | ২১:৪৩ |
তথ্যসূত্র
- "SK, Apu & Boby in Hero: The Superstar"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪।
- "Shakib debut as producer"। banglanews24.com। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪।
- "SK Films debut as producer"। independent24.tv। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪।
- [http://www.dhakatribune.com/
entertainment/2014/jul/01/apu-shakib-and-bobby-promote-hero-superstar "Apu, Shakib and Bobby promote Hero: The Superstar"]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। dhakatribune.com। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৪। line feed character in|ইউআরএল=
at position 29 (সাহায্য)