ওরা ১১ জন
ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[2] ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু ,বেবী, আবু, খলিলউল্লাহ খান সহ আরও অনেকে।
ওরা ১১ জন | |
---|---|
![]() চলচ্চিত্রের বানিজ্যিক পোস্টার | |
পরিচালক | চাষী নজরুল ইসলাম |
প্রযোজক | মাসুদ পারভেজ |
রচয়িতা | আল মাসুদ |
শ্রেষ্ঠাংশে | খসরু রাজ্জাক শাবানা নূতন হাসান ইমাম আলতাফ মুরাদ নান্টু বেবী আবু |
সুরকার | খোন্দকার নুরুল আলম |
চিত্রগ্রাহক | আবদুস সামাদ |
সম্পাদক | বশির হোসেন |
পরিবেশক | স্টার ফিল্মস্ ডিসট্রিবিউটার্স |
মুক্তি | ১৩ আগস্ট, ১৯৭২[1] |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
শ্রেষ্ঠাংশে
- খসরু - খসরু
- রাজ্জাক - পারভেজ
- শাবানা - মিতা
- নূতন - শীলা
- সৈয়দ হাসান ইমাম - ডাঃ চৌধুরী
- আলতাফ -
- মুরাদ -
- নান্টু -
- বেবী -
- আবু -
- এটিএম শামসুজ্জামান - বেগার আলী (রাজাকার)
- খলিলউল্লাহ খান -
- আতা -
- ওলীন -
- হেলাল -
- মঞ্জু -
- ফিরোজ -
- রাজু -
নির্মাণ নেপথ্য
সম্মাননা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ীঃ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (১৯৭২)
সংগীত
ওরা ১১ জন ছবির সংগীত পরিচালনা করেন খোন্দকার নুরুল আলম।
গানের তালিকা
ট্র্যাক | গান | কণ্ঠশিল্পী | পর্দায় | নোট |
---|---|---|---|---|
১ | ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা | খসরু | রবিন্দ্র সংগীত | |
২ | আমায় একটি খুদিরাম দাও বলে কাঁদিশ না মা | খসরু ও সহ অভিনেতারা | ||
৩ | এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যাঁরা | সাবিনা ইয়াসমিন | খসরু ও নূতন সহ অনেকে |
তথ্যসূত্র
- আলাউদ্দীন মাজিদ ০১-ওরা ১১ জন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৫ ডিসেম্বর, ২০১২
- "'ওরা ১১ জন' চলচ্চিত্র (১৯৭২)"। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওরা ১১ জন
(ইংরেজি) - ওরা ১১ জন দৈনিক আমার দেশ, ১৭ ডিসেম্বর ২০০৯
- ওরা ১১ জন দৈনিক প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১০
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.