ওরা ১১ জন

ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[2] ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু ,বেবী, আবু, খলিলউল্লাহ খান সহ আরও অনেকে।

ওরা ১১ জন
চলচ্চিত্রের বানিজ্যিক পোস্টার
পরিচালকচাষী নজরুল ইসলাম
প্রযোজকমাসুদ পারভেজ
রচয়িতাআল মাসুদ
শ্রেষ্ঠাংশেখসরু
রাজ্জাক
শাবানা
নূতন
হাসান ইমাম
আলতাফ
মুরাদ
নান্টু
বেবী
আবু
সুরকারখোন্দকার নুরুল আলম
চিত্রগ্রাহকআবদুস সামাদ
সম্পাদকবশির হোসেন
পরিবেশকস্টার ফিল্মস্ ডিসট্রিবিউটার্স
মুক্তি১৩ আগস্ট, ১৯৭২[1]
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

নির্মাণ নেপথ্য

সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজয়ীঃ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (১৯৭২)

সংগীত

ওরা ১১ জন ছবির সংগীত পরিচালনা করেন খোন্দকার নুরুল আলম।

গানের তালিকা

ট্র্যাকগানকণ্ঠশিল্পীপর্দায়নোট
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা খসরু রবিন্দ্র সংগীত
আমায় একটি খুদিরাম দাও বলে কাঁদিশ না মা খসরু ও সহ অভিনেতারা
এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যাঁরা সাবিনা ইয়াসমিন খসরু ও নূতন সহ অনেকে

তথ্যসূত্র

  1. আলাউদ্দীন মাজিদ ০১-ওরা ১১ জন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৫ ডিসেম্বর, ২০১২
  2. "'ওরা ১১ জন' চলচ্চিত্র (১৯৭২)"। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.