নাখালপাড়া
নাখালপাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা।[1]
নাখালপাড়া | |
---|---|
আবাসিক এলাকা | |
![]() ![]() নাখালপাড়া | |
স্থানাঙ্ক: ২৩°৪৫.৫′ উত্তর ৯০°২৩.৫′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা |
জেলা | ঢাকা |
শহর | ঢাকা |
থানা | তেজগাঁও |
স্থানীয় সরকার | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন |
ওয়ার্ড নং | ২৫ |
আয়তন | |
• মোট | ১.৭৪ কিমি২ (০.৬৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ১,২০,০১২ |
• জনঘনত্ব | ২৫১৪৪/কিমি২ (৬৫১২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+০৬:০০) |
পোস্ট কোড | ১২১৫ |
ভৌগোলিক অবস্থান
নাখালপাড়া তেজগাঁও থানার অধীনে অবস্থিত। এর দক্ষিণে কাওরান বাজার, ফার্মগেট ও তেজকুনিপাড়া, উত্তরে শাহীনবাগ, আরজতপাড়া, পূর্বে মহাখালী আন্তঃনগর বাস স্ট্যান্ড, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ও চ্যানেল আই কার্যালয় এবং পশ্চিমে তেজগাঁও বিমানবন্দর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত।
নাখালপাড়াকে রেললাইনের মাধ্যমে পূর্ব ও পশ্চিম নাখালপাড়ায় ভাগ করা যায়।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
- প্রধানমন্ত্রীর কার্যালয়
- এমপি হোস্টেল
- এসএসএফ ফ্ল্যাট
- লুকাসের মোড়
- ব্যাংকর্স রো
- এলেনবাড়ী রো
- শিয়া মাজার এলাকা
- হযরত বেলাল(রাঃ) মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স
- নাখালপাড়া উপ ডাকঘর
- রোজ বাড কিন্ডারগার্টেন
- হাজী মরণ আলী ইসলামিয়া কামিল মাদ্রাসা
- নাখালপাড়া রেলগেট
- নাখালপাড়া বড় মসজিদ
- নাখালপাড়া কমিউনিটি সেন্টার
- নাখালপাড়া ছাপড়া মসজিদ
- নাখালপাড়া বাজার
- নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়
- নিউ আনন্দ ইংলিশ স্কুল
প্রশাসন
নাখালপাড়া ঢাকা সিটি কর্পোরেশনের জোন-৩ এর অধীনে ওয়ার্ড নং ২৫ এ অবস্থিত।
তথ্যসূত্র
- মুহাম্মাদ হুসেইন (১৪ মার্চ ২০১২)। "Nakhalpara, a neglected area needs DCC's urgent attention"। দ্য ডেইলি স্টার।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.