নাখালপাড়া ছাপড়া মসজিদ
নাখালপাড়া ছাপড়া মসজিদ বাংলাদেশের একটি মসজিদ, যেটি ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়ায় অবস্থিত। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত।[1]
নাখালপাড়া ছাপড়া মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | নাখালপাড়া, তেজগাঁও, বাংলাদেশ |
![]() ![]() বাংলাদেশের মধ্যে প্রদর্শিত | |
ভৌগোলিক স্থানাঙ্ক | ২৩°৪৫.৯৯২′ উত্তর ৯০°২৩.৫৮১′ পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৬১ |
অবস্থান
মসজিদটি ঢাকা সেনানিবাস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ভূমিতে অবস্থিত। মসজিদটির পাশেই বিমানবাহিনী অফিসার্স মেস হল ও কোয়ার্টার অবস্থিত। মসজিদটির অদূরেই বাংলাদেশের সংসদ সদস্যদের জন্য নির্মিত এমপি হোস্টেল অবস্থিত।
তথ্যসূত্র
- "তথ্যবিবরণী ৮ সেপ্টেম্বর ২০১৬"। তথ্য অধিদফতর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ সেপ্টেম্বর ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.