পোকা মাকড়ের ঘর বসতি (চলচ্চিত্র)

পোকা মাকড়ের ঘর বসতি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আখতারুজ্জামান। ঔপন্যাসিক সেলিনা হোসেনের ১৯৮৬ সালে প্রকাশিত পোকা মাকড়ের ঘর বসতি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববিতা[1] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন খালেদ খান, ববিতা, আলমগীর প্রমুখ। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[2]

পোকা মাকড়ের ঘর বসতি
পরিচালকআখতারুজ্জামান
প্রযোজকববিতা
রচয়িতাসেলিনা হোসেন
উৎসসেলিনা হোসেন কর্তৃক 
পোকা মাকড়ের ঘর বসতি
শ্রেষ্ঠাংশে
সুরকারশেখ সাদী খান
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
মুক্তি১ নভেম্বর, ১৯৯৬
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

সঙ্গীত

পোকা মাকড়ের ঘর বসতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। গানের কথা লিখেছেন মুনশী ওয়াদুদ ও আখতারুজ্জামান। গানে কণ্ঠ দিয়েছেন কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী।

গানের তালিকা

নংগানের শিরোনামকণ্ঠশিল্পীপর্দায় শিল্পীদৈর্ঘ্য
তোমারে নি চিনি বন্ধুকিরণ চন্দ্র রায়খালেদ খান, ববিতা২:০৭
আমায় এত দুঃখ দিলি বন্ধুতপন চৌধুরীখালেদ খান, ববিতা৪:৪২

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "অভিনয় ছাড়ছেন ববিতা"। জাগোনিউজ। ২৩ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬
  2. আলাউদ্দীন মাজিদ (১৭ অক্টোবর ২০১৫)। "সাফল্যে ভিন্ন স্বাদের ছবি"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬
  3. "মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্রে মাহফুজুর রহমান"। দৈনিক ডেসটিনি। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.