বদরুল আনাম সৌদ
বদরুল আনাম সৌদ হলেন একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও চিত্রসম্পাদক। তিনি গহীন বালুচর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বদরুল আনাম সৌদ | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক |
দাম্পত্য সঙ্গী | সুবর্ণা মুস্তাফা (বি. ২০০৮) |
কর্মজীবন
সৌদ ২০১৫-১৬ অর্থবছরে গহীন বালুচর চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান লাভ করেন।[1] চলচ্চিত্রটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল ফেরদৌস মুন ও নীলাঞ্জনা নীলা।[2] চলচ্চিত্রটি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি বিভাগে পুরস্কৃত হয়[3] এবং সৌদ শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কার অর্জন করেন।[4] ২০১৭ সালের ঈদুল আযহায় তার পরিচালিত তোমায় হৃদ মাঝারে রাখবো টেলিভিশন নাটক চ্যানেল আইতে প্রচারিত হয়।[5]
২০১৮ সালের ঈদুল ফিতরে তার রচিত ও পরিচালিত অক্ষর থেকে ওঠে আসা মানুষ এবং তার রচিত ও আরিফ খান পরিচালিত নুরুল আলমের বিয়ে টেলিভিশন নাটক দুটি প্রচারিত হয়। দুটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।[6][7] ২০১৯ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশ টেলিভিশনে তার পরিচালিত টেলিভিশন ধারাবাহিক লুকোচুরি লুকোচুরি গল্প প্রচারিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা ও নীলাঞ্জনা নীলা।[8][9]
ব্যক্তিগত জীবন

সৌদ ডল্স হাউজ সোপ অপেরা সহ-পরিচালনার সময় এর কেন্দ্রীয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সাথে সম্পর্কে জড়ান। ২০০৮ সালের ৭ই জুলাই মাসে তিনি ঢাকা উত্তরায় এক পারিবারিক আয়োজনে এই অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[10][11]
২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ঢাকার পপুলার হাসপাতালে ও পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়লেও তিনি শঙ্কামুক্ত ও সুস্থ্য হয়ে ওঠেন।[12][13]
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | সূত্র | |||
---|---|---|---|---|---|---|
পরিচালক | লেখক | প্রযোজক | সম্পাদক | |||
২০১১ | খণ্ডগল্প ১৯৭১ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১৭ | গহীন বালুচর | হ্যাঁ | [14] |
টেলিভিশন
- পরিচালনা
- তোমায় হৃদ মাঝারে রাখবো (২০১৭)
- অক্ষর থেকে ওঠে আসা মানুষ (২০১৮)
- লুকোচুরি লুকোচুরি গল্প (২০১৯)
- টেলিভিশন অনুষ্ঠান
- ২০১৬: আমার আমি - বাংলাভিশন (অতিথি - সুবর্ণা মুস্তাফাসহ)[15]
পুরস্কার ও সম্মাননা
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | গহীন বালুচর | বিজয়ী | [16] |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা |
তথ্যসূত্র
- "সৌদকে সুবর্ণার অভিনন্দন"। দৈনিক প্রথম আলো। ১৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "মুক্তি পেল ত্রিভুজ প্রেমের 'গহীন বালুচর'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "ঢাকা অ্যাটাক, পুত্র ও গহীন বালুচরের জয়জয়কার"। দৈনিক সমকাল। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক জনকন্ঠ। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "ঈদের নাটকে সুবর্ণা মুস্তাফা"। একুশে টেলিভিশন। ২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "আবার একসঙ্গে"। দৈনিক মানবজমিন। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "আবার নাটকে আফজাল, সুবর্ণা ও মৌ"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "সুবর্ণা-নীলার নাটক প্রচার শুরু"। দৈনিক ভোরের কাগজ। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "সৌদের নাটক দিয়ে ফিরলেন সুবর্ণা"। বাংলাদেশ প্রতিদিন। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "Actress Subarna Mustafa marries TV play director Soud"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "সুবর্ণা মুস্তাফার বিবাহবার্ষিকীতে তারকাদের শুভেচ্ছা"। প্রিয়.কম। ৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "শঙ্কামুক্ত নির্মাতা বদরুল আনাম সৌদ"। দৈনিক মানবজমিন। ৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "নির্মাতা বদরুল আনাম সৌদ হাসপাতালে"। বাংলাদেশ প্রতিদিন। ৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "২৮টি হলে বদরুল আনাম সৌদের 'গহীন বালুচর'"। দৈনিক ভোরের কাগজ। ২৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "'আমার আমি'তে সুবর্ণা মুস্তাফা ও নির্মাতা বদরুল আনাম সৌদ"। দৈনিক ইনকিলাব। ৮ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বদরুল আনাম সৌদ (ইংরেজি)