আফজাল হোসেন
আফজাল হোসেন বাংলাদেশের একজন অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা।[1] তিনি ১৯৫৪ সালের ১৯শে জুলাই সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। যদিও সনদ অনুযায়ী তার জন্মদিন ২৭ মার্চ।[2]
আফজাল হোসেন | |
---|---|
![]() আফজাল হোসেন, ঢাকা ২০১৮ | |
জন্ম | আফজাল হোসেন ১৯ জুলাই ১৯৫৪ পারুলিয়া, সাতক্ষীরা |
পেশা | অভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী |
কার্যকাল | ১৯৭৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তানজিন হালিম মনা |
প্রাথমিক জীবন
আফজাল হোসেন তৎকালীন পূর্ববাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ।[3] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়েছিলেন।[2]
কর্মজীবন
আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন।[1] এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য।[4] ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'।এছাড়া তিনি ছবিও আঁকেন।[2] বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।[5]
আফজাল-সুবর্ণা জুটি
১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনিত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “কুল নাই কিনার নাই”, “পারলে না রুমালি”, “জোহরা”, “ওহ দেবদুত”, “রক্তের আঙ্গুরলতা”, ইত্যাদি।[5] ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন।[5] তাদেরকে ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়। [6]
কাজ
টেলিভিশন নাটক
সাল | শিরোনাম | পরিচালক | সহশিল্পী |
---|---|---|---|
১৯৮৮ | বহুব্রীহি | হুমায়ূন আহমেদ | লুৎফর নাহার লতা |
চেহারা | |||
হৃদয় থেকে পাওয়া | |||
ভোকাট্টা | |||
হঠাৎ বৃষ্টি | ফারিয়া হোসেন | সাদিয়া ইসলাম মৌ, তারিন আহমেদ | |
১৯৯৫ | শুধু তোমার জন্য | সুবর্ণা মোস্তফা | |
মন ময়ূরী | শমী কায়সার | ||
ভালোবাসা তোমার আমার | রেহনুমা, শম্পা | ||
সুখের ছাড়পত্র | লুবনা আহমেদ | ||
তুমি কি সেই মেয়ে | সাদিয়া ইসলাম মৌ, তারিন |
চলচ্চিত্র
সাল | সিনেমা | পরিচালক | সহশিল্পী | |
---|---|---|---|---|
দুই জীবন | দিতি | |||
নতুন বৌ[4] | ||||
পালাবি কোথায় | শাবানা, সুবর্ণা মোস্তফা, হুমায়ুন ফরীদি |
তথ্যসূত্র
- Rafi Hossain (২৪ জানুয়ারি ২০১৫)। "Afzal Hossain Expressions Unbound"। The Daily star। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫।
- । samakal http://archive.samakal.net/print_edition/details.php?news=28&view=archiev&y=2011&m=07&d=16&action=main&option=all&menu_type=tabloid&pub_no=754&type=। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)অনেকের মধ্যে একা - Afzal Hossain (সেপ্টে ২৩, ২০১৫)। "ঈদ জোয়ারের টান"।
- Patracia Moutushi (২০১৩-০৭-২৯)। "Afzal on stage again"। Priyo News। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১৫।
- "আফজাল হোসেন"। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- "আবারো একসঙ্গে আফজাল-সুবর্ণা"।
- "আফজাল হোসেনের ক'জন মেয়ে?"।
বহি:সংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আফজাল হোসেন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আফজাল হোসেন (ইংরেজি)