অমিতাভ রেজা চৌধুরী
অমিতাভ রেজা চৌধুরী বিশিষ্ট বাংলাদেশী বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক।[2][3] তিনি প্রায় হাজার খানেক টেলিভিশন বিজ্ঞাপন বা টিভিসি নির্মাণ করেছেন। এছাড়া তিনি প্রচুর টিভি নাটকও নির্মাণ করেন। আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[4][5][6]
অমিতাভ রেজা চৌধুরী | |
---|---|
![]() | |
জন্ম | ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ | ১ অক্টোবর ১৯৭০
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র নির্মাতা |
কার্যকাল | ২০০১–বর্তমান |
প্রতিষ্ঠান | হাফ স্টপ ডাউন |
আদি নিবাস | ব্রাহ্মনবাড়িয়া |
দাম্পত্য সঙ্গী | মিম (বি. ২০১৪)[1] |
আত্মীয় | মিথিলা, তাহসান |
প্রাথমিক জীবন
অমিতাভ রেজার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে। তিনি ১৯৭০ সালের ১লা অক্টোবর বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ায় তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই প্রচুর চলচ্চিত্র দেখতেন এবং বড় হয়ে চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু পরিবারে চাপে তিনি পড়াশোনার উদ্দেশ্যে ভারতের ফার্গুসন কলেজে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন। চলচ্চিত্রের প্রতি প্রচন্ড আগ্রহের কারণে তিনি অর্থনীতির পাঠ চুকিয়ে দেশে ফিরে আসেন।
ব্যক্তিগত জীবন
২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী জেনিকে। চার বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তিতে ২০১৪ সালে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী মিম রশিদকে বিয়ে করেন। ২০১৬ সালে মিম রশিদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। [7]
কর্মজীবন
'হাওয়া ঘর' নাটক নির্মাণের মাধ্যমে অমিতাভ রেজার পরিচালক হিসেবে কর্মজীবন শুরু হয়।[4] এরপর তিনি অসংখ্য বিজ্ঞাপনচিত্র এবং নাটক নির্মাণ করেছেন। ২০১৬ সালে তার নির্দেশনায় প্রথম চলচ্চিত্র 'আয়নাবাজি' মুক্তি পায় এবং রেকর্ডসংখ্যক ব্যবসা করে [8] । বর্তমানে তিনি 'ঢাকা মেট্রো গ-৯১০৬' নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। [9] জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র "মাসুদ রানা"য় ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।[10]
তথ্যসূত্র
- "আবারো বিয়ে করলেন অমিতাভ রেজা"। JagoNews24.com।
- "Amitabh Reza"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- "new age" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- "অমিতাভ রেজা (Amitabh Reza) - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। ২৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- "Conversations over coffee with team Money Honey"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- "A documentary on Bangabandhu"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- Samakal, Daily (২০১৮-০১-২৮)। "বিয়ে করছেন ইরেশ-মিম"। দৈনিক সমকাল। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬।
- "Amitabh Reza debuts as film director"। newagebd.net। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২০।
- "'ঢাকা মেট্রো গ-৯১০৬' নিয়ে ফিরছেন অপি"। ittefaq.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬।
- ""মাসুদ রানা"য় যুক্ত হলেন অমিতাভ"। প্রথম আলো। ২৪ সেপ্টেম্বর ২০১৮।