মোরশেদুল ইসলাম

মোরশেদুল ইসলাম (জন্ম: ১৯৫৭, ঢাকা) একজন বিখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।[1] চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

মোরশেদুল ইসলাম
মোরশেদুল ইসলাম
জন্ম১৯৫৭
জাতীয়তাবাংলাদেশী
যেখানের শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গীমুনিরা মোরশেদ মুন্নি
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী (১৯৮৪)। ছবিটির জন্য তিনি ১০ম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে শ্রেষ্ঠ পরিচালনার জন্য 'রৌপ্য ময়ূর' এবং ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন।[2] ১৯৯৩ সালে নির্মাণ করেন চাকা। এটিও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং তিনি মানহাইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব থেকে শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার এবং ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'গ্রাঁ প্রিঁ' ও শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার অর্জন করে। নব্বইয়ের দশকের শেষের দিকে নির্মাণ করেন দীপু নাম্বার টু (১৯৯৬) এবং দুখাই (১৯৯৭)। দুখাই শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ২০০০-এর দশকে নির্মাণ করেন দূরত্ব (২০০৪), খেলাঘর (২০০৬) এবং প্রিয়তমেষু (২০০৯)। ২০১১ সালে নির্মাণ করেন আমার বন্ধু রাশেদ। ছবিটি প্রশংসিত হয়। ২০১৫ সালে নির্মাণ করেন অনিল বাগচীর একদিন। ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়। মোরশেদুল ইসলাম ছবিটির জন্য যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং প্রথমবারের মত শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জন্ম ও শিক্ষাজীবন

মোরশেদুল ইসলাম ১৯৫৭ সালে পুরোনো ঢাকার লালবাগের উর্দূ রোডে জন্মগ্রহণ করেন। প্রথম সুস্থধারার চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি পরিচিত। শিক্ষাজীবনের শুরুতে তিনি প্রথম ভর্তি হন পুরনো ঢাকার চাঁদনীঘাট এলাকার একটি প্রাইমারি স্কুলে। এরপর তিনি ভর্তি হন এক সময়ের বিখ্যাত নবকুমার ইনস্টিটিউশনে। এখানে তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ওয়েস্টার্ন হাইস্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। ১৯৭৪ সালে তিনি ম্যাট্রিক পাস করেন।[3] তিনি ইন্টারমিডিয়েট পাস করেন ঢাকা কলেজ থেকে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ভর্তি হন এবং ক্লাস শুরু করেন। মেডিকেলের ফলাফল আসলে তিনি সিলেট মেডিকেলে পড়ার সুযোগ পান এবং পরিবারের পীড়াপীড়িতে মেডিকেলে ভর্তি হন। কিন্তু দুই মাস ক্লাস করে সেখান থেকে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হন।[4]

কর্মজীবন

মোরশেদুল ইসলাম ১৯৮৪ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী পরিচালনার মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। এটি পরিচালনার জন্য তিনি ১৯৮৫ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার অর্জন করেন। নয়াদিল্লীতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য 'রৌপ্য ময়ূর' অর্জন করেন।[5] ১৯৯৩ সালে সেলিম আল দীন রচিত চাকা গল্প অবলম্বনে নির্মাণ করেন চাকা। এটি একটি লাশ বহনকারী গরুর গাড়ি এবং গাড়োয়ানের গল্প।[6] চলচ্চিত্রটি মানহাইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে প্রদর্শিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার লাভ করেন। পরের বছর ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'গ্রাঁ প্রিঁ' ও শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার অর্জন করে। ১৯৯৬ সালে মুহম্মদ জাফর ইকবাল রচিত কিশোর উপন্যাস দীপু নাম্বার টু অবলম্বনে নির্মাণ করেন দীপু নাম্বার টু। দুই কিশোরের দুঃসাহসিক ভ্রমন ও দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার পটভূমি নিয়ে এই ছায়াছবির গল্প। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ও শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পরের বছর তার নিজের লেখা কাহিনী নিয়ে নির্মাণ করেন দুখাই। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রাম এই ছায়াছবির উপজীব্য বিষয়। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ নয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

২০০৪ সালে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন দূরত্ব। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটি ২০০৬ সালে লন্ডনে বাংলাদেশ চলচ্চিত্র উত্‍সবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। ২০০৬ সালে মাহমুদুল হক রচিত উপন্যাস খেলাঘর অবলম্বনে নির্মাণ করেন খেলাঘর: Dollhouse। এটি ২০১২ সালে সার্ক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার অর্জন করেন।[7] এছাড়া একই বছর নয়াদিল্লিতে আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[8] ২০০৯ সালে হুমায়ূন আহমেদ রচিত প্রিয়তমেষু উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন প্রিয়তমেষু। দুই নারীর প্রতিবাদের চিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রের গল্পে।[9] এটি ২০১২ সালে সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[10] চলচ্চিত্রটি ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার লাভ করে।[11]

২০১১ সালে মুহম্মদ জাফর ইকবাল রচিত আমার বন্ধু রাশেদ উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন আমার বন্ধু রাশেদবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এক কিশোরের যুদ্ধে অবদান চিত্রিত হয়েছে এই ছায়াছবিতে। চলচ্চিত্রটি ২০১২ সালে নয়াদিল্লিতে আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[8] ২০১৩ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া ২০১৫ সালে চলচ্চিত্রটি জয়পুরহাটে আয়োজিত ১ম শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[12] ২০১৫ সালে হুমায়ূন আহমেদ রচিত অনিল বাগচীর একদিন উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন অনিল বাগচীর একদিন[13] এই বছর চলচ্চিত্রটি কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ব্যাংককের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।[14] ২০১৬ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশনে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। এছাড়া একই বছর মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। এছাড়া ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন।[15] মোরশেদুল ইসলাম বর্তমানে সময় টেলিভিশনের সাথে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র পরিচালক কাহিনীকার চিত্রনাট্যকার সংলাপ রচয়িতা ভাষা টীকা
১৯৮৪আগামীহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁবাংলাপ্রথম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিজয়ী: আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, ভারত - শ্রেষ্ঠ পরিচালনার জন্য 'রৌপ্য ময়ূর'
১৯৯৩চাকাহ্যাঁহ্যাঁহ্যাঁবাংলাসেলিম আল দীন রচিত চাকা গল্প অবলম্বনে নির্মিত
বিজয়ী: ম্যানহেইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব - শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার
বিজয়ী: ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব - শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'গ্রাঁ প্রিঁ' ও শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার
১৯৯৬দীপু নাম্বার টুহ্যাঁবাংলামুহম্মদ জাফর ইকবাল রচিত দীপু নাম্বার টু উপন্যাস অবলম্বনে নির্মিত
১৯৯৭দুখাইহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁবাংলাবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার - শ্রেষ্ঠ চলচ্চিত্র
২০০৪দূরত্বহ্যাঁহ্যাঁবাংলাবিজয়ী: বাংলাদেশ চলচ্চিত্র উত্‍সব - শ্রেষ্ঠ চলচ্চিত্র
২০০৬খেলাঘরহ্যাঁহ্যাঁবাংলাবিজয়ী: সার্ক চলচ্চিত্র উত্‍সব - শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার[16]
২০০৯প্রিয়তমেষুহ্যাঁবাংলাহুমায়ূন আহমেদ রচিত প্রিয়তমেষু উপন্যাস অবলম্বনে নির্মিত
বিজয়ী: বাচসাস পুরস্কার - শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক
২০১১আমার বন্ধু রাশেদহ্যাঁহ্যাঁবাংলামুহম্মদ জাফর ইকবাল রচিত আমার বন্ধু রাশেদ উপন্যাস অবলম্বনে নির্মিত
২০১৫অনিল বাগচীর একদিনহ্যাঁহ্যাঁহ্যাঁবাংলাহুমায়ূন আহমেদ রচিত অনিল বাগচীর একদিন উপন্যাস অবলম্বনে নির্মিত
বিজয়ী: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - শ্রেষ্ঠ চলচ্চিত্র (জুরি স্পেশাল মেনশন)
বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালক

পুরস্কার ও স্বীকৃতি

চলচ্চিত্র পুরস্কার

চলচ্চিত্র উৎসব পুরস্কার

  • ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, নয়াদিল্লী
    • ১৯৮৫: শ্রেষ্ঠ পরিচালনার জন্য 'রৌপ্য ময়ূর' - আগামী (১৯৮৪)
  • সিকোয়েন্স এ্যাওয়ার্ড
    • ১৯৮৮: শ্রেষ্ঠ মিডিয়াম লেন্স চলচ্চিত্র - সূচনা (১৯৮৮)
  • মানহাইম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, জার্মানী
    • ১৯৯৩: শ্রেষ্ঠ পরিচালনার জন্য আন্তর্জাতিক জুরি পুরস্কার - চাকা
    • ১৯৯৩: ইন্টারফিল্ম জুরি পুরস্কার - চাকা
  • ডানকার্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব, ফ্রান্স
    • ১৯৯৪: শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'গ্রাঁ প্রিঁ' - চাকা
    • ১৯৯৪: শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার - চাকা
    • ১৯৯৪: স্টুডেন্ট জুরির বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার - চাকা
  • বাংলাদেশ চলচ্চিত্র উত্‍সব, লন্ডন
    • ২০০৪: শ্রেষ্ঠ চলচ্চিত্র - দূরত্ব (২০০৪)
  • সার্ক চলচ্চিত্র উত্‍সব, শ্রীলংকা
    • ২০১২: শ্রেষ্ঠ পরিচালক - খেলাঘর (২০০৬)
  • ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঢাকা

অন্যান্য পদক

  • তারকালোক পদক (১৯৯৫)
  • ফজলুল হক স্মৃতি পুরস্কার
    • ২০১০: চলচ্চিত্র নির্মাণ [17]
  • বঙ্গ সংস্কৃতি উৎসব
    • ২০১৬: সাংস্কৃতিক ব্যক্তিত্ব [18]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আলোর ভুবনে মোরশেদুল ইসলাম"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২১ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  2. রাহাত সাইফুল (২২ জানুয়ারি ২০১৫)। "চিত্রনির্মাতা মোরশেদুল ইসলামের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার"রাইজিংবিডি। ঢাকা, বাংলাদেশ। ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  3. "মোরশেদুল ইসলাম"দেশে বিদেশে। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  4. "সেলুলয়েডে গল্প বলেন..."দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ১৬ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  5. রনীল জহির (২১ এপ্রিল ২০১৪)। "ছবি বানাতে হবে দর্শকের কথা ভেবে: মোরশেদুল ইসলাম"প্রিয় নিউজ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  6. নাজমুল হক মজুমদার (১৫ জানুয়ারি ২০১৫)। "ভিন্নধারার চলচ্চিত্র চাকা"ঢাকা টাইমস। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  7. "সার্কে শ্রেষ্ঠ পরিচালক মোরশেদুল ইসলাম"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। ২২ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  8. অনিল চট্টোপাধ্যায় (২৭ মার্চ ২০১২)। "নতুন দিল্লিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব"ডয়েচে ভেলে। নয়াদিল্লী, ভারত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  9. "চলচ্চিত্র হচ্ছে হুমায়ূন আহমেদের 'প্রিয়তমেষু', পরিচালক মোরশেদুল ইসলাম"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২১ জুন ২০০৭। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  10. "সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক মোরশেদুল ইসলাম"প্রিয়দেশ। ঢাকা, বাংলাদেশ। ২২ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  11. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬
  12. "জয়পুরহাট শিশু চলচ্চিত্র উৎসবে আমার বন্ধু রাশেদ"মিডিয়া খবর। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ২৫, ২০১৫। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  13. "হুমায়ূন আহমেদের জন্মদিনে 'অনিল বাগচীর একদিন'"দৈনিক ভোরের কাগজ। ঢাকা, বাংলাদেশ। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  14. জাকীর হাসান (২৯ ডিসেম্বর ২০১৫)। "আমাদের চলচ্চিত্র একটা ট্র্যানজিট সময় পার করছে : মোরশেদুল ইসলাম"আনন্দ আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬
  15. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ পেলেন যারা"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭
  16. "সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক মোরশেদুল ইসলাম"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২২ মে ২০১২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬
  17. "'ফজলুল হক স্মৃতি পুরস্কার-১০' পেলেন চিন্ময় মুৎসুদ্দী ও মোরশেদুল ইসলাম"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৬ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬
  18. "সম্মাননা পাচ্ছেন আলী যাকের ও মোরশেদুল ইসলাম"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.