দুই জীবন

দুই জীবন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার সামাজিক চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন[1] ছায়াছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ আল মামুন এবং সংলাপ লিখেছেন জহিরুল হক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরী[2], আফজাল হোসেন, দিতি প্রমুখ।[3] ছায়াছবিটি ১৯৮৮ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

দুই জীবন
পরিচালকআবদুল্লাহ আল মামুন
প্রযোজকসূচনা ফিল্মস
চিত্রনাট্যকারআবদুল্লাহ আল মামুন
কাহিনীকারআবদুল্লাহ আল মামুন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলম খান
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকআতিকুর রহমান মল্লিক
পরিবেশকসূচনা ফিল্মস (১৯৮৮)
নিউ ঈগল ভিডিও (২০১১)
মুক্তি১৯৮৮
দৈর্ঘ্য১৩৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

শ্রেষ্ঠাংশে

সঙ্গীত

দুই জীবন ছায়াছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির[4] গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, ও শামীমা ইয়াসমিন দিবা। এ ছায়াছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

গানের তালিকা

নংগানের শিরোনামকণ্ঠশিল্পীপর্দায় শিল্পীগানের দৈর্ঘ্য
তুমি ছাড়া আমি একাসাবিনা ইয়াসমিনসৈয়দ আব্দুল হাদীবুলবুল আহমেদনিপা মোনালিসা৪:৪৪
আবার দুজনে দেখা হলসাবিনা ইয়াসমিনবুলবুল আহমেদকবরী সারোয়ার৩:৪৭
আমি একদিন তোমায় না দেখিলেসাবিনা ইয়াসমিনএন্ড্রু কিশোরআফজাল হোসেনদিতি৫:১১
তুমি আজ কথা দিয়েছোএন্ড্রু কিশোররুনা লায়লাআফজাল হোসেন ও দিতি৪:৪৮
আব্বু আমার বন্ধুশামীমা ইয়াসমিন দিবাবুলবুল আহমেদনিপা মোনালিসা

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "বাংলা ছায়াছবি: দুই জীবন"টিভি গাইড বাংলাদেশ। ২০১৫-১১-১৮। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮
  2. সারাহ বেগম কবরী (২০১০-০৭-১৬)। "তার স্মিত হাসি"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮
  3. শান্তা মারিয়া (২০১৬-০৩-২০)। "অদ্বিতীয়া দিতির অকাল প্রয়াণ"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮
  4. নুসরাত শারমিন (২০১৫-০৭-১৯)। "সোনালী দিনের সেইসব গান"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.