টিনা খান
টিনা খান (২৫ মে ১৯৬৬ – ২০ মে ১৯৮৯) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ছিলেন। তিনি প্রায় ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[1] তাকে ত্রয়োদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল।[2]
টিনা খান | |
---|---|
জন্ম | ২৫ মে ১৯৬৬ |
মৃত্যু | ২০ মে ১৯৮৯ ২২) | (বয়স
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী, প্রযোজক |
জীবনী
টিনা খান ১৯৬৬ সালের ৫ মে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।[1] তার আসল নাম ছিল ফিরোজা রহমান টিনা। নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে তার সাথে মোয়াজ্জেম হোসেনের বিয়ে হয়।[1]
ঢাকায় আসার পর তিনি আবদুল্লাহ আল মামুনের নাট্যদলে কাজ শুরু করেন।[1] পরবর্তীতে, তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রিন্সেস টিনা খান চলচ্চিত্রের জন্য পরিচিত। তিনি চলচ্চিত্রটি প্রযোজনাও করেছিলেন।[1] চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল যাত্রাশিল্পীদের জীবনকাহিনি অবলম্বনে।
টিনা খান ১৯৮৯ সালের ২০ মে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।[1][3] তাকে ত্রয়োদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল।
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
তথ্যসূত্র
- "চক্ষুদান স্বপ্ন, একজন টিনা খান ও একটি নীলচে ডায়েরি"। চ্যানেল আই। ২৫ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (PDF)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- "সেই দিনটির কথা..."। প্রথম আলো। ১১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টিনা খান (ইংরেজি)