সূর্য কন্যা
সুর্য কন্যা ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবির[1]। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির। এছাড়াও কয়েকটি গুরুপ্তপুর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমিতা দেবী, রাজশ্রী বোস, আহসান আলী, অজয় বানের্জী, ।
সুর্য কন্যা | |
---|---|
![]() ছবির ভিসিডি কভার | |
পরিচালক | আলমগীর কবির |
প্রযোজক | আলমগীর পিকচার্স লিমিটেড |
রচয়িতা | আলমগীর কবির |
শ্রেষ্ঠাংশে | বুলবুল আহমেদ জয়শ্রী কবির রাজশ্রী বোস সুমিতা দেবী আহসান আলী অজয় ব্যানার্জী |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | এম এ মবিন |
সম্পাদক | দেবব্রত সেনগুপ্ত |
পরিবেশক | আলমগীর পিকচার্স লিমিটেড |
মুক্তি | ১৯৭৫ |
দেশ | বাংলাদেশ ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী প্রবাহ
কাহিনী সংক্ষেপ
শ্রেষ্ঠাংশে
- বুলবুল আহমেদ -
- জয়শ্রী কবির -
- রাজশ্রী বোস -
- সুমিতা দেবী -
- মায়া হাজারিকা -
- আহসান আলী-
- অজয় ব্যানার্জী -
- অজিত ব্যানার্জী -
- আরিফুল হক -
- ফ্লোরা সরকার -
- রিত দাস -
- চন্দনা -
- কাজল -
- টুলু -
কলাকুশলীবৃন্দ
- পরিচালক - আলমগীর কবির
- প্রযোজক - আলমগীর পিকচার্স লিমিটেড
- কাহিনী - আলমগীর কবির
- সংলাপ - আলমগীর কবির
- চিত্রনাট্য - আলমগীর কবির
- সঙ্গীত পরিচালক - সত্য সাহা
- সঙ্গীত শিল্পী - গীতশ্রী, সন্ধা মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র
- চিত্র গ্রহণ - এম এ মবিন
- সম্পাদনা - দেবব্রত সেনগুপ্ত
- নিবেদন - এ কে এম জাহাঙ্গীর খান
- পরিবেশক - আলমগীর পিকচার্স লিমিটেড
সম্মাননা
সংগীত
আরও দেখুন
তথ্যসূত্র
- "" I sort of gambled with my life" --- Bulbul Ahmed"। The Dailystar। Dhaka, Bangladesh। ১৮ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১১। অজানা প্যারামিটার
|Author=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সূর্য কন্যা (ইংরেজি) - এ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.