ভালো থেকো
ভালো থেকো হল জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ২০১৮ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। দি অভি কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ।[1]
ভালো থেকো | |
---|---|
![]() ভালো থেকো চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | জাকির হোসেন রাজু |
প্রযোজক | জাহিদ হাসান অভি |
রচয়িতা | জাকির হোসেন রাজু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শফিক তুহিন স্যাভি গুপ্ত |
প্রযোজনা কোম্পানি | দি অভি কথাচিত্র |
পরিবেশক | দি অভি কথাচিত্র |
মুক্তি | ৯ ফেব্রুয়ারি ২০১৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
- আরিফিন শুভ - জয়, একজন স্থপতি।[2]
- তানহা তাসনিয়া - নীলা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী।[3]
- আসিফ ইমরোজ - আসিফ রোজ
- তানিন সুবহা
- কাজী হায়াৎ - নীলার বাবা
- আমজাদ হোসেন - জয়ের চাচা
- অরুণা বিশ্বাস - আসিফের মা
- রেবেকা - নীলার মা
- এম এ শহীদ
- জ্যাকি আলমগীর
- মঞ্জুর - ম্যানেজার
নির্মাণ
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পর ছবিটির চিত্রায়ন শুরু হয়। নেপালে ছবির দুটি গানের দৃশ্যায়ন হয়।
২০১৮ সালের জানুয়ারি মাসে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়[4] এবং একই মাসের ছাড়পত্র লাভ করে।[5]
সঙ্গীত
ভালো থেকো চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও স্যাভি গুপ্ত। এতে চারটি গান রয়েছে। গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি, প্রিয় চট্টোপাধ্যায় ও জাকির হোসেন রাজু। চলচ্চিত্রের তিনটি গান - "বিয়ে", "হিল" ও "মন দিওয়ানা" ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানের তালিকা
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "বিয়ে" | প্রিয় চট্টোপাধ্যায় | স্যাভি গুপ্ত | সাভি গুপ্ত ও প্রস্মিতা | ৪:০৩ |
২. | "হিল" | জাহিদ হাসান অভি | স্যাভি গুপ্ত | স্যাভী গুপ্ত ও গোপিকা | ৩:৪১ |
৩. | "মন দিওয়ানা" | জাহিদ হাসান অভি | স্যাভি গুপ্ত | ইমরান মাহমুদুল ও গোপিকা | ৪:৫০ |
মুক্তি
বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছানোর পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার তারিখ ধার্য করা হয়। ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভর জন্মদিন ২ ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির তারিখ ধার্য করা হলেও পরবর্তীতে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন।[6]
তথ্যসূত্র
- "অবশেষে 'ভালো থেকো'"। দৈনিক আমাদের সময়। ৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "শুভ'র জন্মদিনেই আসছে ভালো থেকো"। জাগো নিউজ। ২০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- আফজাল, পান্থ (১ ফেব্রুয়ারি ২০১৮)। "'ভালো থেকো' বড় বাজেট, মৌলিক গল্প আর দুর্দান্ত নির্মাণের ছবি"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "সেন্সরে শুভর 'ভালো থেকো'"। দৈনিক ইত্তেফাক। ৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "সেন্সর ছাড়পত্র পেলো 'ভালো থেকো'"। দৈনিক কালের কণ্ঠ। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- বাবু, মাজহার (১ ফেব্রুয়ারি ২০১৮)। "কাল মুক্তি পাচ্ছে না 'ভালো থেকো'"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে ভালো থেকো
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভালো থেকো (ইংরেজি)