মনে প্রাণে আছ তুমি

মনে প্রাণে আছ তুমি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র। মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস

মনে প্রাণে আছ তুমি
ভিসিডি কভার
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজকখোরশেদ আলম
রচয়িতাজাকির হোসেন রাজু
শ্রেষ্ঠাংশেশাকিব খান
অপু বিশ্বাস
রাজ্জাক
সাগরিকা
ডন
আহমেদ শরীফ
মিশা সওদাগর
সুরকারইমন সাহা
পরিবেশকঅনুপম
মুক্তি২০০৮
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

অভিনয়

কুশলীব

  • প্রযোজক: খোরশেদ আলম
  • গল্প: জাকির হোসেন রাজু
  • চিত্রনাট্য: মানিক
  • পরিচালক: জাকির হোসেন রাজু
  • সঙ্গীত: ইমন সাহা
  • গীতিকার: কবির বকুল
  • পরিবেশক: অনুপম

প্রযুক্তিগত বিবরণ

  • ফরম্যাট: ৩৫ এমএম (রঙিন)
  • দৈর্ঘ্য: ১৫০ মিনিট
  • রীল: ১৩ টি
  • মূল ভাষা: বাংলা
  • মূল দেশ: বাংলাদেশ
  • সিনেমায় মুক্তির তারিখ: ২০০৮
  • নির্মাণ বছর: ২০০৮
  • প্রযুক্তিগত সহায়তা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফ ডি সি)

সঙ্গীত

মনে প্রাণে আছো তুমি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রের "এক বিন্দু ভালোবাসা দাও" ও "কন্যা তোমার হাসিতে" গান দুটি ২০০৮ সালে জনপ্রিয়তা পায়।

গানের তালিকা

ক্রমিকশিরোনামশিল্পী(রা)অভিনয়
"এক বিন্দু ভালোবাসা দাও"[1] এন্ড্রু কিশোর ও কনক চাঁপা শাকিব খানঅপু বিশ্বাস
"কি রুপ দেখাইলা মাওলা"[2] রেশাদ শাকিব খান
"কাছে আসা হল ভালোবাসা হল"[3] এন্ড্রু কিশোর ও বেবি নাজনিন শাকিব খানঅপু বিশ্বাস
4 "আমি চাইলাম যারে"[4] সালমা আক্তার সাগরিকা
"মনের যত ভাবনা" মিশা সওদাগর

তথ্যসূত্র

বহিঃসংযোগ

বাংলা মুভি ডেটাবেজে মনে প্রাণে আছ তুমি


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.