তানহা তাসনিয়া

তানহা তাসনিয়া হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল।

তানহা তাসনিয়া
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেত্রী, মডেল

কর্মজীবন

তানহা তাসনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ভোলা তো যায় না তারে ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[1][2] চলচ্চিত্রটিতে তিনি নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেন। ২০১৬ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পায়।[2] চলচ্চিত্রটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।[3] ২০১৮ সালে তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়।[4] [5] চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভর বিপরীতে।[2] বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি।

অভিনয় ছাড়াও তিনি বঙ্গজ বিস্কুট, সুরেশ খাঁটি সরিষার তেল, প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস, আরএফএল র‍্যাক ও ভাসাভি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে কাজ করেছেন।[6][7][8] একটি গল্প ছিলতুমি নামে কেউ নেই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।[9]

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র
২০১৬ ভোলা তো যায় না তারে নীলাঞ্জনা
২০১৬ ধূমকেতু রূপমণি
২০১৮ ভালো থেকো নীলা

উল্লেখযোগ্য টিভি নাটক

  • গল্পগুলো সিনেমার[10]
  • কখনো অজান্তে

মিউজিক ভিডিওতে উপস্থিতি

  • একটি গল্প ছিল
  • তুমি নামে কেউ নেই

টিভি বিজ্ঞাপন

তথ্যসূত্র

  1. "নিরব-তানহার ভোলা তো যায় না তারে"যুগান্তর। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  2. "তানহার হ্যাট্রিক"প্রথম আলো। ৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  3. "চমক দিতে চান চিত্রনায়িকা তানহা"একুশে টিভি। ২৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  4. "'ভালো থেকো' বড় বাজেট, মৌলিক গল্প আর দুর্দান্ত নির্মাণের ছবি"বাংলাদেশ প্রতিদিন। ১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  5. ""Bhalo Theko" releasing in 100 theatres today"The Daily Star
  6. "আপাতত মডেলিং নিয়েই ব্যস্ত তানহা"এনটিভি। ৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  7. "সিনেমা থেকে দূরে যে কারণে"মানবজমিন। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  8. আরএফএলের বিজ্ঞাপনে তানহা তাসনিয়া
  9. ‘এটা হবে সবার জন্য বড় চমক’
  10. সিনেমার গল্প নিয়ে নাটক, নায়িকা তানহা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.