তানহা তাসনিয়া
তানহা তাসনিয়া হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল।
তানহা তাসনিয়া | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন
তানহা তাসনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ভোলা তো যায় না তারে ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[1][2] চলচ্চিত্রটিতে তিনি নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেন। ২০১৬ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পায়।[2] চলচ্চিত্রটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।[3] ২০১৮ সালে তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়।[4] [5] চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভর বিপরীতে।[2] বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি।
অভিনয় ছাড়াও তিনি বঙ্গজ বিস্কুট, সুরেশ খাঁটি সরিষার তেল, প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস, আরএফএল র্যাক ও ভাসাভি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে কাজ করেছেন।[6][7][8] একটি গল্প ছিল ও তুমি নামে কেউ নেই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।[9]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র |
---|---|---|
২০১৬ | ভোলা তো যায় না তারে | নীলাঞ্জনা |
২০১৬ | ধূমকেতু | রূপমণি |
২০১৮ | ভালো থেকো | নীলা |
উল্লেখযোগ্য টিভি নাটক
- গল্পগুলো সিনেমার[10]
- কখনো অজান্তে
মিউজিক ভিডিওতে উপস্থিতি
- একটি গল্প ছিল
- তুমি নামে কেউ নেই
টিভি বিজ্ঞাপন
- বঙ্গজ বিস্কুট
- সুরেশ খাঁটি সরিষার তেল
- প্রাণ স্টিক বিস্কুট
- এলিট স্পট ক্রিম
- শাপলা থ্রি পিস
- আরএফএল র্যাক
- ভাসাভি ফ্যাশন হাউজ
তথ্যসূত্র
- "নিরব-তানহার ভোলা তো যায় না তারে"। যুগান্তর। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "তানহার হ্যাট্রিক"। প্রথম আলো। ৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "চমক দিতে চান চিত্রনায়িকা তানহা"। একুশে টিভি। ২৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "'ভালো থেকো' বড় বাজেট, মৌলিক গল্প আর দুর্দান্ত নির্মাণের ছবি"। বাংলাদেশ প্রতিদিন। ১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ""Bhalo Theko" releasing in 100 theatres today"। The Daily Star।
- "আপাতত মডেলিং নিয়েই ব্যস্ত তানহা"। এনটিভি। ৮ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- "সিনেমা থেকে দূরে যে কারণে"। মানবজমিন। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯।
- আরএফএলের বিজ্ঞাপনে তানহা তাসনিয়া
- ‘এটা হবে সবার জন্য বড় চমক’
- সিনেমার গল্প নিয়ে নাটক, নায়িকা তানহা