শিহাব শাহীন

শিহাব শাহীন একজন বাংলাদেশী টেলিভিশন নাটক ও চলচ্চিত্র পরিচালক। তিনি ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[1]

শিহাব শাহীন
জাতীয়তাবাংলাদেশি
পেশাচলচ্চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গী

কর্মজীবন

শাহীন ১৯৯৩ সালে তার নিজের লেখা ‘তিত পোটলা’ নামক মঞ্চনাটকে নির্দেশনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[2] নাটকটি ফেনীতে প্রথম মঞ্চস্থ হয়। তিনি কয়েকটি নাটকে অভিনয়ও করেন। ১৯৯৫ সালে ঢাকায় চলে আসনে এবং ‘দেশ’ নাট্যদলের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে চলচ্চিত্র পরিচালনার উপর ছয় মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০১ সালে ‘ঘূর্ণি’ নামে একটি টেলিভিশন নাটক পরিচালনা করেন। পরবর্তীতে ‘রমিজের আয়না’ নামক একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান। পরে মনসুবা জংশন, ‘ভালোবসি তাই’ এমন অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণের পাশাপাশি তিনি ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন নামে প্রথম চলচ্চিত্র পরিচালানা করেন।[2]

ব্যক্তিগত জীবন

শাহীন ২০১৫ সালের ২০ নভেম্বর অভিনেত্রী জাকিয়া বারী মমর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[3]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র টীকা তথ্যসূত্র
২০১৫ছুঁয়ে দিলে মনপরিচালিত প্রথম চলচ্চিত্র
বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
[1]

টেলিভিশন

তথ্যসূত্র

  1. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
  2. "রমিজের-আয়না-ছিল-শিহাব-শাহীনের-টার্নিং-পয়েন্ট"এনটিভি। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
  3. "চার বছর পেরিয়ে বিয়ের কথা স্বীকার করলেন মম"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.