আইরিন সুলতানা

আইরিন সুলতানা হলেন বাংলাদেশের একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।[1] ২০০৮ সালের 'প্যান্টেনা ইউ গট দ্য লুক' প্রতিযোগিতায় তিনি 'সেরা হাসি' পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন।[2] তিনি দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যা ২০১৩ সালের ৮ নভেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগায়।[3] তিনি ছয়টির বেশি সিনেয়াম্য অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন[4]

আইরিন সুলতানা
২০১৯ সালে আইরিন
জন্ম (1988-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৮৮
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল২০০৮–বর্তমান
উচ্চতা৫'৭"

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্র সহ-তারকা পরিচালক ভাষা মুক্তির তারিখ টীকা
২০১৩ভালোবাসা জিন্দাবাদমেঘাআরেফিন শুভদেবাশিস বিশ্বাসবাংলা৮ নভেম্বরআইরিনে প্রথম চলচ্চিত্র
২০১৪ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল [5]--কায়েস আরজুসাইফ চন্দনবাংলা--চলমান
সেই তুমি--কায়েস আরজুগাজিয়ুর রহমানবাংলা--চলমান
টাইম মেশিন [6]সাকিব খানসাগর জাহানবাংলা
২০১৯ পদ্মার প্রেম পদ্মা সুমিত সেনগুপ্ত হারুন-উজ-জামান বাংলা, ওড়িয়া, ভোজপুরি ২০ সেপ্টেম্বর, ২০১৯ঃ পশ্চিমবঙ্গ, ভারত

০১ নভেম্বর, ২০১৯ঃ বাংলাদেশ

[7]

নাটক

১. মেগা সিরিয়ালঃ "ম্যানপাওয়ার"

  • চ্যানেলঃ আর টিভি (সমাপ্ত)
  • চরিত্র: প্রধান
  • পরিচালকঃ আশুতোশ সুজন
  • ছবিয়াল

২. মেগা সিরিয়ালঃ "পৌষ ফাগুনের পালা

  • চ্যানেলঃ এটিএন বাংলা (মঙ্গলবার এবং বুধবার, রাত ৯.২০)
  • পরিচালকঃ আফসানা মিমি
  • কৃষ্ণচূড়া প্রোডাকশন

৩. একক নাটকঃ অনুভবে ভালবাসা

  • চরিত্রঃ প্রধান
  • পরিচালকঃ এ.বি. সোহেল
  • গামছা প্রোডাকশন

৪. একক নাটকঃ ভালোবাসা ও একটি কাপ্লনিক কাহিনী

  • পরিচালকঃ আহমেদ সুস্ময়

পুরস্কার এবং অর্জন

  1. প্যান্টিং ইউ গট লুক ২০০৮ প্রতিযোগিতায় "সেরা হাসি" টাইটেল বিজয়ী
  1. চতুর্থ রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট জানুয়ারি ২০১১
  1. পঞ্চম রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট ডিসেম্বর ২০০৯
বছর পুরস্কার শ্রেণী চলচ্চিত্র ফলাফল
২০১৩বায়োস্কোপ বর্ষ-সেরাসেরা চলচ্চিত্র অভিনেত্রী (নবাগতা)ভালবাসা জিন্দাবাদবিজয়ী

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.