আগামীকাল
আগামীকাল একটি আসন্ন রোমাঞ্চ-প্রণয়ধর্মী বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।[1][2] এই ছায়াচিত্রের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী।[3][4] এছাড়াও প্বার্শ চরিত্রে রয়েছেন সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও তারিক স্বপন প্রমুখ।[1] এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক অঞ্জন আইচ ও অভিনেতা টুটুল চৌধুরীর বড় পর্দায় অভিষেক ঘটে।[2][3][4][5]
আগামীকাল | |
---|---|
পরিচালক | অঞ্জন আইচ |
চিত্রনাট্যকার | অঞ্জন আইচ |
কাহিনীকার | অঞ্জন আইচ |
শ্রেষ্ঠাংশে |
|
প্রযোজনা কোম্পানি | মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল |
পরিবেশক | মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
গল্পসুত্র
আগামীকাল চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের রোমাঞ্চকর গল্পের ভিত্তিতে নির্মিত হয়েছে।[1] মম একজন অনাথ এবং দরিদ্র পরিবারের সন্তান। অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকেন। ঘটনাক্রমে মম'র সঙ্গে ইমনের সাথে পরিচয় হয়। ইমন আর মম প্রেমে জড়িয়ে জান, কিন্তু মমর আশ্রয়দানকারী মা ইমনের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন।[6] আশ্রয় দানকারীর মেয়ে কৌশলে ইমনকে হত্যা করে মমকে মিথ্যা খুনের মামলায় ফাসিয়ে দেয়।[7] মম'র জেল হয়। অসাধু ধনাঢ্য টুটুল চৌধুরীর সহায়তায় মম স্বাভাবিক জীবন শুরু করে। টুটুলকে বিয়ে করেন মম। হঠাৎ মদ্যপ টুটুল চৌধুরী'র মৃত্যুতে মম'র স্বাভাবিক জীবন আবার জটিল হয়ে ওঠে। আবারও কাঠগড়ায় দাড়াতে হয় মমকে। পুলিশের বিশদ তদন্তে এক পর্যায়ে প্রমাণিত হয় যে মম নির্দোষ।[3]
নির্মাণ
২০১৯-এর ২২ অক্টোবর হতে ঢাকার আমীন বাজারে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয়।[8][9] আমিন বাজারে এই চলচ্চিত্রের অধিকাংশ চিত্রগ্রহণ করা হয়।[10][11] এছাড়াও ঢাকার সাভার, কক্সবাজার, বান্দরবান, মানিকগঞ্জ ও গাজীপুরে চিত্রগ্রহণ করা হয়েছে।[12]
কুশীলব
শ্রেষ্ঠাংশে
- মামনুন হাসান ইমন - সদ্য এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থী।
- জাকিয়া বারী মম[13] - দরিদ্র পরিবারের অনাথ সন্তান।
- টুটুল চৌধুরী - চোরাচালানকারী, ধনাঢ্য অসাধু ব্যবসায়ী।
প্বার্শ চরিত্র
- সূচনা আজাদ
- আশীষ খন্দকার
- ফারুক আহমেদ
- শতাব্দী ওয়াদুদ
- তারিক স্বপন
তথ্যসূত্র
- "মার্চে আসছে ইমন-মমর 'আগামীকাল'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "এক জুটির দুই ছবি"। প্রথম আলো। ২০১৯-১২-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "প্রেম ও থ্রিলারধর্মী গল্প নিয়ে 'আগামীকাল'"। Kalerkantho। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "মুক্তির অপেক্ষায় ইমন-মমর সিনেমা 'আগামীকাল'"। jagonews24.com। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "ইমন-মম ও সূচনাকে নিয়ে অঞ্জন আইচের কানামাছি"। Jugantor। ২০১৯-১২-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "ইমন ও মমর 'আগামীকাল'"। NTV Online। ২০১৯-১২-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- "'আগামীকাল' সিনেমায় প্রেমিককে খুনের দায়ে মমর জেল"। somoynews.tv। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "প্রথমবার সিনেমায় জুটি বাঁধলেন ইমন-মম"। jagonews24.com। ২০১৯-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "'আগামীকাল' নিয়ে বড় পর্দায় ইমন-মম"। RTV Online। ২০১৯-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "মমর 'আগামীকাল'"। দেশ রূপান্তর। ২০১৯-১০-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "দারুচিনি দ্বীপের পরে ফের একসাথে ইমন-মম"। Kalerkantho। ২০১৯-১০-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "প্রেম ও থ্রিলারধর্মী গল্প নিয়ে টুটুল-মমর 'আগামীকাল'"। আলোকিত বাংলাদেশ। ২০১৯-১২-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪।
- "মমর 'আগামীকাল'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "প্রেমিক খুনের দায়ে মমর জেল!"। Risingbd.com। ২০১৯-১২-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।