সত্য মিথ্যা
সত্য মিথ্যা হচ্ছে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র, পরিচালনা করেছেন এ জে মিন্টু।[1] এটি শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ, শ্রেষ্ঠ সম্পাদক ও শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[2]
সত্য মিথ্যা | |
---|---|
সত্য মিথ্যা | |
পরিচালক | এ জে মিন্টু |
চিত্রনাট্যকার | এজে মিন্টু |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাবানা - রাবেয়া
- আলমগীর - রাজু আহমেদ
- আনোয়ার হোসেন - গফুর
- ওয়াসীমুল বারী রাজীব - আমজাদ
- গোলাম মোস্তফা - মি. চৌধুরী
- নূতন - রিতা চৌধুরী
- জনসন (শিশু শিল্পী)
তথ্যসূত্র
- কম, শিরোনাম ডট (২০১৬-১২-০৭)। "এ জে মিন্টু'র কালজয়ী চলচ্চিত্র 'সত্য মিথ্যা'"। শিরোনাম। ২০১৯-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.