সাদিকা পারভিন পপি

সাদিকা পারভিন পপি (জন্ম: ১০ সেপ্টেম্বর, ১৯৭৯[1]) যিনি পপি নামে পরিচিত, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তিনি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন।[2] এ পর্যন্ত তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।[3]

পপি
জন্ম
সাদিকা পারভিন পপি

(1979-09-10) ১০ সেপ্টেম্বর ১৯৭৯
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, মডেল
কার্যকাল১৯৯৭–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
মেঘের কোলে রোদ
কি যাদু করিলা
গঙ্গাযাত্রা
উচ্চতা ফু ৮ ইঞ্চি (১.৭৩ মি)
পুরস্কারজাতীয় চলচিত্র পুরষ্কার (৩ বার)

প্রাথমিক জীবন

পপি ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাইবোনের মধ্যে পপি বড়। পড়াশুনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে।[4]

অভিনয় জীবন

মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।[5] কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলিমনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক অরজন করে।[6] এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবালাল বাদশা, ২০০২ সালে কমল সরকার পরিচালিত ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলো ব্যবসাসফল হয়।[7] মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।[8] ২০০৩ সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[9]

২০০৬ সালে কথাসাহিত্যিক আসকার ইবনে শাইখ রচিত গল্প অবলম্বনে স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রথম প্রযোজিত ছায়াছবি বিদ্রোহী পদ্মায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। এই বছর আরও মুক্তি পায় ফেরদৌসের বিপরীতে সামিয়া জামান পরিচালিত রানীকুঠির বাকী ইতিহাস। ২০০৮ সালে নারগিস আক্তার পরিচালিত এইডস বিষয়ক সচেতনতামূলক ছায়াছবি মেঘের কোলে রোদ ও চন্দন চৌধুরী পরিচালিত কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয় করেন। মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার[10] এছাড়া কি যাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার[11] পরের বছর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রা ছায়াছবিতে ধুঙ্গরের চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[12] এছাড়াও পান টানা দ্বিতীয়বারের মত বাচসাস পুরস্কার[13]

২০১২ সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসাসফল হয়। দুই বছর বিরতির পর ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত চার অক্ষরের ভালোবাসা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব।[14] ২০১৫ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তিতে অভিনয় করেন।[15] ২০১৬ সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নারগিস আক্তার নির্মিত পৌষ মাসের পিরীত-এ। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস।[16] এছাড়া অভিনয় করছেন নাজমুল হাসানের দুই নয়ন ছায়ছবিতে।[17][18]

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবাহ শিকদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। ২০১৩ সালের ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী[19] ২০১৪ সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেন।[20] এছাড়া অভিনয় করেছেন বি ইউ শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্যনীল কষ্ট খণ্ড ধারাবাহিকে এবং প্রহরপলাশপুরের মেহেরজান টেলিফিল্মে। ২০১৫ সালের ঈদুল আযহা উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত এক্সপ্রেশন অব লাভ টেলিফিল্মে অভিনয় করছেন।[21]

মডেলিং

২০১৫ সালের শেষের দিকে ১ বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্রান্ড এম্বাসেডর হন।[22] এ সময় তাকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায়।[23]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী টীকা
১৯৯৭কুলিপপিমনতাজুর রহমান আকবরওমর সানিপপি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র
আমার ঘর আমার বেহেশতসোহানুর রহমান সোহানশাকিল খানপপি অভিনীত প্রথম চলচ্চিত্র
চারিদিকে শত্রুরুবেলপপি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র
দরদী সন্তানইলিয়াস কাঞ্চনপপি অভিনীত তৃতীয় চলচ্চিত্র
১৯৯৮বিদ্রোহ চারিদিকেনুরিমহম্মদ হাননানরিয়াজরিয়াজের বিপরীতে অভিনীত প্রথম চলচ্চিত্র
গুপ্ত ঘাতকঅমিত হাসান
অনেক দিনের আশাঅমিত হাসান
ভালবাসার ঘরঅমিত হাসান
১৯৯৯কে আমার বাবামনতাজুর রহমান আকবরমান্না, আমিন খান
লাল বাদশামালেক আফসারীমান্না
জিদ্দীঅমিত হাসান
২০০০দুজন দুজনারআবু সাঈদ খানশাকিব খানশাকিব খানের বিপরীতে অভিনীত প্রথম চলচ্চিত্র
জানের জানমোস্তাফিজুর রহমানশাকিব খান
হীরা চুনি পান্নামালেক আফসারীশাকিব খান
আমার বউশাকিল খান
দাম দিয়ে প্রেম যায়না কেনাশাকিল খান
মা যখন বিচারকশাকিল খান
প্রাণের প্রিয়তমাশাকিল খান
২০০২ক্ষেপা বাসুকমল সরকাররিয়াজ
বিশ্ব বাটপারবাদল খন্দকারশাকিব খান
ওদের ধররিয়াবাবুল রেজারিয়াজ
কঠিন সীমারনদীমনতাজুর রহমান আকবরমান্না, অমিত হাসান
২০০৩কারাগারপারুলকালাম কায়সারফেরদৌস আহমেদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
ক্ষমতার দাপটএ জে রানাশাকিব খান
২০০৪বস্তির রানী সুরিয়াসুরিয়া মনতাজুর রহমান আকবরশাকিব খান
২০০৫বিষাক্ত চোখ: The Blue Eyeমাসুম পারভেজ রুবেলরিয়াজ ও রুবেল
সিটি টেররমাসুম পারভেজ রুবেলশাকিব খান
প্রেম করেছি বেশ করেছিউজালাবাদল খন্দকাররিয়াজ ও চাঙ্কি পান্ডে
২০০৬বিদ্রোহী পদ্মাসুধাবাদল খন্দকাররিয়াজস্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির প্রথম প্রযোজিত ছবি।
রানীকুঠির বাকী ইতিহাসমমসামিয়া জামানফেরদৌস আহমেদ
২০০৮মেঘের কোলে রোদরোদেলানারগিস আক্তাররিয়াজ ও টনি ডায়েসবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
কি যাদু করিলাঝিনুকচন্দন চৌধুরীরিয়াজ ও মীর সাব্বিরবিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
মায়ের স্বপ্নইলিয়াস কাঞ্চনফেরদৌস
২০০৯গঙ্গাযাত্রাসুধামণিসৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডফেরদৌসবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
বিজয়ী: বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
২০১২গার্মেন্টস কন্যাজীতু সরকারমামনুন হাসান ইমন
২০১৪চার অক্ষরের ভালোবাসাভাবনাজাকির খাননিরব, ফেরদৌস
২০১৫দুই বেয়াইয়ের কীর্তিআবদুল্লাহ আল মামুনফেরদৌস
২০১৬পৌষ মাসের পিরীতমাজু খাতুননারগিস আক্তারটনি ডায়েসনরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প রস অবলম্বনে নির্মিত
দুই নয়ননাজমুল হাসাননির্মাণাধীন

পুরস্কার ও সম্মাননা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "শুভ জন্মদিন সাদিকা পারভিন পপি"বিডি খবর। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  2. "আবার আমি জ্বলে উঠব : পপি"। ২১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  3. "পপির হ্যাটট্রিক"দৈনিক প্রথম আলো। ৮ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  4. মাজহার বাবু (৭ ফেব্রুয়ারি ২০১৫)। "খুব গাছে চড়তাম : পপি"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  5. "নতুন ছবিতে পপি"দৈনিক ভোরের পাতা। ২২ ডিসেম্বর ২০১৫। ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  6. "পপির আক্ষেপ"বিডিনিউজ। ১০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  7. অনিন্দ্য মামুন (১৭ মার্চ ২০১৬)। "রহস্যময়ী পপি"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  8. "এখনো পপি"দৈনিক যায় যায় দিন। জুলাই ১৮, ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  9. "পপির রহস্যজনক জীবনযাপন !"বাংলানিউজ। মে ১৭, ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  10. মঈন আবদুল্লাহ্ (১২ ফেব্রুয়ারি ২০১০)। "শ্রেষ্ঠ ছবি চন্দ্রগ্রহণ শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী রিয়াজ ও পপি"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  11. "বাচসাস চলচ্চিত্র পুরস্কারের বর্ণাঢ্য আয়োজন"দৈনিক প্রথম আলো। ডিসেম্বর ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  12. কামরুজ্জামান (২২ মার্চ ২০০৯)। "সেরা অভিনেতা ফেরদৌস-চঞ্চল, অভিনেত্রী পপি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  13. "নতুন বছরে নতুন উদ্যমে পপি"মিডিয়া খবর। ৮ জানুয়ারি ২০১৫। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  14. "নায়ক সংকটে পপি"দৈনিক ইত্তেফাক। ১৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  15. "আমাকে দিয়ে এখন আর কলেজ পড়ুয়া নায়িকার রোমান্টিক চরিত্র হবে না : পপি"দৈনিক ইনকিলাব। ৫ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  16. জাকিয়া আক্তার (২৭ আগস্ট ২০১৬)। "'পৌষ মাসের পিরীত'র জন্য পপি একদম পারফেক্ট'"চ্যানেল আই অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬
  17. "দুই চলচ্চিত্রে পপি"করতোয়া। ১১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  18. "আবারও আড়ালে পপি"দৈনিক যুগান্তর। ২৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  19. "ঈদের টেলিফিল্মে পপি"প্রিয় নিউজ। ৮ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  20. "'নোটবুক' টেলিফিল্মে জনপ্রিয় অভিনেত্রী পপি"প্রিয় নিউজ। ৩১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  21. "ঈদের টেলিফিল্মে অভিনেত্রী পপি"দিনকাল। ৩০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  22. লিমন আহমেদ (১২ ডিসেম্বর ২০১৫)। "এফডিসিতে রাজের সেটে নতুন পপি"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬
  23. "নতুন বিজ্ঞাপনে পপি"দৈনিক ইত্তেফাক। ৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.