কাগজের নৌকা

কাগজের নৌকা [1] একটি বাংলা ভাষার আর্থ-রাজনৈতিক নাটক চলচ্চিত্র [2][3] পার্থসারথি জোয়ার্ডার পরিচালিত এবং অলিভিয়া ক্রিয়েশন প্রযোজিত। এই ছবিটি ১৩ ই মে ২০১৩ প্রকাশিত হয়েছিল। [4][5]

কাগজের নৌকা
পরিচালকপার্থসারথি জোয়ার্দার
রচয়িতাআশোক বসু
চিত্রনাট্যকারআশোক বসু
শ্রেষ্ঠাংশেভিক্টর বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়
বিদিতা বাগ
রাজেশ শর্মা
চিত্রগ্রাহকসিদ্ধার্থ দে
সম্পাদকএম সুষ্মিত
প্রযোজনা
কোম্পানি
ওলিভিয়া ক্রিয়েশন
মুক্তি
  • ১৩ মে ২০১৩ (2013-05-13)
দৈর্ঘ্য১২২ মিনিট.
ভাষাবাংলা ভাষা

সমালোচনা

নন্দন (কলকাতা) থিয়েটার এই ছবিটির স্ক্রিন করতে অস্বীকার করেছিল। চলচ্চিত্রটি চিট ফান্ডের কেলেঙ্কারি ঘিরে। [6] পরিচালক জোয়ার্দার গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা ছবিটি পূর্বরূপের জন্য নন্দন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে ছবিটি প্রত্যাখ্যান করার আগে তারা ছবিটিও দেখেনি। [7][8]

পটভূমি

জাতীয় তদন্তকারী সংস্থার একজন কর্মকর্তা অরবিন্দ সিং পশ্চিমবঙ্গের চিট ফান্ডের কেলেঙ্কারি তদন্ত করেছেন। এই জালিয়াতি প্রকল্পগুলি দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ চলচ্চিত্রের অর্থায়নে ব্যবহৃত হয়। মিঃ রমন একজন মুক্তিযোদ্ধা, যিনি সমাজে এই বিপর্যয় থেকে মুক্তি পেতে সর্বাত্মক চেষ্টা করেন। তার ছেলে ভুবন ও তার স্ত্রীও খুন হয়েছেন। শেষ অবধি, মিঃ সুজয় সেন শর্মা, আর একজন মুক্তিযোদ্ধা হলেন আসল কিংপিন যিনি এই চিট ফান্ডের ব্যবসা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসবাদীকে রাজ্যে সন্ত্রাসবাদ তৈরির জন্য অস্ত্র সরবরাহ করে সহায়তা করার জন্য। [6][9]

অভিনয় করেছেন যাঁরা

গান

  1. খুজাছে তোকে শুধু - নীলাঞ্জনা সরকার
  2. অন্ধকারে পোথ জে হারে
  3. ঈ নেশা - প্রিয় চ্যাটার্জী - কল্পনা পাটোয়ারী
  4. অন্ধকারে পোথ জ হারাই - সঞ্চিতা - জাভেদ আলী
  5. রূপিয়া চর কি রূপশী পোতেরে - প্রিয় চ্যাটার্জী - কল্পনা পাটোয়ারী

ছন্দ

ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ-নৌকাখানি। লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড়ো বড়ো ক'রে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর-কোনো দেশে আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি কার কাছ হতে ভেসে এল স্রোতে কাগজ-নৌকাখানি ।।

আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি। বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল্‌ প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোটো বোঝা কোন্‌ দিক-পানে চলে যায় সোজা, বেলাশেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যেয়ে - প্রভাতের ফুল সাঁঝে পাবে কূল কাগজের তরী বেয়ে ।।

আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে। ছোটো ছোটো ঢেউ উঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে । গগনের তলে মেঘ ভাসে কত আমারি সে ছোটো নৌকার মতো - কে ভাসালে তায়, কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ঐ মেঘ আর তরণী আমার কে যাবে কাহার আগে ।।

বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি আমি ঘরে ফিরি, থাকি কোনে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি, কোথা কোন্‌ গাঁয় ভেসে চলে যায় আমার নৌকাখানি । কোন্‌ পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা, ধ'রে নাহি রাখে, ফিরে নাহি ডাকে - ধায় নব নব দেশে। কাগজের তরী, তারি 'পরে চড়ি মন যায় ভেসে ভেসে ।।

রাত হয়ে আসে, শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে - চোখ বুঁজে ভাবি এমন আঁধার, কালী দিয়ে ঢালা নদীর দুধার - তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে, তরীখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসি। ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম-পাড়ানিয়া মাসি ।।[12]

তথ্যসূত্র

  1. "kolkata Bangla Movie Kagojer Nouka(কাগজের নৌকা) Full HD 2013 by Bangla Natok - Dailymotion"Dailymotion। ২০১৫-০১-১৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২২
  2. BookMyShow। "Kagojer Nouka (Bengali) Movie (2013) | Reviews, Cast & Release Date in Hingoli - BookMyShow"BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২২
  3. "Kagojer Nouka (2013)"gomolo.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২২
  4. "Kagojer Nouka Socio-Political Bangla Thriller Movie"washingtonbanglaradio.com। ১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭
  5. "Kagojer Nouka 2013 Reviews"। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭
  6. "Kagojer Nouka, Bengali film on chit funds, hits the screens"movies.ndtv.com। ১০ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭
  7. "WB: Mamata government-owned theatre refuses to screen 'Kagojer Nouka'"IBNLive। ১৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩
  8. "Little screen space for film on chit funds"Indian Express। ১৬ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩
  9. "Kagojer Nouka (2013 - Bengali)"। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭
  10. Bangla Movie KAGOJER NOUKA (KAGOJER NOUKO) Actress Bidita Bag: Interview Washington Bangla Radio
  11. Kumar, S। "Kagojer Nouka Bengali Movie Story Casts – Watch Online Kagojer Nouko of Bidita Bag & Priyam"www.kolkatabengalinfo.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২২
  12. লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাগজের নৌকা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.