চৌগাছা উপজেলা
চৌগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
চৌগাছা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() চৌগাছা | |
স্থানাঙ্ক: ২৩°১৫′৪৬″ উত্তর ৮৯°১′২০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
আয়তন | |
• মোট | ২৬৯.৩১ কিমি২ (১০৩.৯৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[1] | |
• মোট | ২,১১,০৬৫ |
• জনঘনত্ব | ৭৮০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.৯২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪১ ১১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে যশোর জেলায় এ উপজেলার অবস্থান। উপজেলার উত্তরে কোটচাঁদপুর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা, দক্ষিণ-পূর্বে যশোর সদর উপজেলা ও ঝিকরগাছা উপজেলা এবং দক্ষিণ-পশ্চিমে মহেশপুর উপজেলা ও শার্শা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা অবস্থিত।[2]
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়নসমূহ -
- ফুলসারা ইউনিয়ন
- পাশাপোল ইউনিয়ন
- সিংহঝুলী ইউনিয়ন
- ধুলিয়ানী ইউনিয়ন
- চৌগাছা ইউনিয়ন
- জগদিশপুর ইউনিয়ন
- পাতিবিলা ইউনিয়ন
- হাকিমপুর ইউনিয়ন
- স্বরূপদাহ ইউনিয়ন
- নারায়নপুর ইউনিয়ন এবং
- সুখপুকুরিয়া ইউনিয়ন
জনসংখ্যার উপাত্ত
শিক্ষা
- চৌগাছা কামিল মাদ্রাসা
- চৌগাছা সরকারি কলেজ
- পাশাপোল আম জাম তলা মডেল কলেজ
- মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা।
- এবিসিডি ডিগ্রি কলেজ
- এসএম হাবিবুর রহমান পৌর কলেজ
- তরিকুল ইসলাম পৌর কলেজ
- জিসিবি আদর্শ কলেজ,
- হাকিমপুর মহিলা কলেজ
- সলুয়া কলেজ
চৌগাছার শতকরা ২৫.৫ ভাগ (+৭ বছর) এবং জাতীয়ভাবে গড়ে ৩২.৪ ভাগ লোক শিক্ষিত।
অর্থনীতি
কৃতি ব্যক্তিত্ব
- শহীদ মশিউর রহমান
- ড. শওকত আলী
- এ টি এম এনামুল হক
- বীরপ্রতীক হাজারী লাল
- বীর বিক্রম নুরুল ইসলাম
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরেচৌগাছা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.