চুয়াডাঙ্গা সদর উপজেলা

চুয়াডাঙ্গা সদর উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা।

চুয়াডাঙ্গা সদর
উপজেলা
চুয়াডাঙ্গা সদর
বাংলাদেশে চুয়াডাঙ্গা সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৮′৩৪″ উত্তর ৮৮°৫১′১৩″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাচুয়াডাঙ্গা জেলা
আয়তন
  মোট৩০০ কিমি (১০০ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৫,১৩,৯৩৫[1]
সাক্ষরতার হার
  মোট৯২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭২০০
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ১৮ ২৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

চুয়াডাঙ্গা সদর উপজেলাটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত; যা ভৌগোলিকভাবে ২৩°.২২′ থেকে ২৩°.৫০′ উত্তর অক্ষাংশের অন্তর্ভুক্ত। ২৯৯ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটির উত্তর ও উত্তর পশ্চিমে আলমডাঙ্গা উপজেলা, পূর্বে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে জীবননগরকোটচাঁদপুর উপজেলা এবং পশ্চিমে দামুড়হুদা ও পশ্চিম বঙ্গের নদিয়া জেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

এখানে ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন রয়েছে।

  • পৌরসভা - চুয়াডাঙ্গা পৌরসভা

পৌরসভার আয়তন ৩৮ বর্গ কিলোমিটার।

  • ইউনিয়ন -
  1. আলুকদিয়া ইউনিয়ন;
  2. মোমিনপুর ইউনিয়ন;
  3. তিতুদাহ ইউনিয়ন;
  4. শংকরচন্দ্র ইউনিয়ন;
  5. বেগমপুর ইউনিয়ন;
  6. কুতুবপুর ইউনিয়ন;
  7. পদ্মবিলা ইউনিয়ন;
  8. মাখালডাঙ্গা ইউনিয়ন‌;
  9. গড়াইটুপি ইউনিয়ন; এবং
  10. নেহালপুর ইউনিয়ন

শিক্ষা

চুয়াডাঙ্গা শহরের জনসংখ্যার ১০০% শিক্ষিত এবং সম্পূর্ণ উপজেলার শিক্ষার হার ৯২% ।

নদ-নদী

চুয়াডাঙ্গা সদর উপজেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে মাথাভাঙ্গা নদী , নবগঙ্গা নদী, চিত্রা নদীভৈরব নদ[2][3]

বিশিষ্ট ব্যক্ত্বিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে চুয়াডাঙ্গা সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারী ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১৩। আইএসবিএন 984-70120-0436-4।

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.