কলারোয়া উপজেলা
কলারোয়া বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি উপজেলা।
কলারোয়া | |
---|---|
উপজেলা | |
![]() ![]() কলারোয়া | |
স্থানাঙ্ক: ২২°৫২′২৪″ উত্তর ৮৯°২′৪৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
আয়তন | |
• মোট | ২৩২.৬৪ কিমি২ (৮৯.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৯)[1] | |
• মোট | ২,৬২,৩৯৩ |
• জনঘনত্ব | ১১০০/কিমি২ (২৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৮৭ ৪৩ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগলিক অবস্থান
কলারোয়ার ভৌগোলিক অবস্থান ২২.৮৭৫০° উত্তর ৮৯.০৪১৭° পূর্ব। এখানে ৩৫৪৭৫ পরিবারের ইউনিট রয়েছে এবং মোট এলাকা ২৩২.৬৪ কিমি²। উত্তরে- যশোর জেলার শার্শা উপজেলা, পূর্বে- সাতক্ষীরা জেলার তালা উপজেলা, দক্ষিণে- সাতক্ষীরা সদর উপজেলা ও পশ্চিমে- ভারতের পশ্চিম বঙ্গ।
জনসংখ্যার উপাত্ত
১৯৯১ সালের বাংলাদেশের আদমশুমারি এর হিসাব অনুযায়ী কলরোয়ার জনসংখ্যা ১৯০৭৫১। পুরুষদের জনসংখ্যার হার ৫০.৯৬% এবং মহিলাদের জনসংখ্যার হার ৪৯.০৪%। কলরোয়ার সাক্ষরতার হার ২৫.৬% (৭+ বছর) এবং জাতীয় শিক্ষার গড় হার ৩২.৪%।[2]
প্রশাসনিক এলাকা
কলারোয়ার ইউনিয়নগুলো হচ্ছে
- জয়নগর ইউনিয়ন
- জালালাবাদ ইউনিয়ন
- কয়লা ইউনিয়ন
- লাঙ্গলঝাড়া ইউনিয়ন
- কেঁড়াগাছি ইউনিয়ন
- সোনাবাড়ীয়া ইউনিয়ন
- চন্দনপুর ইউনিয়ন
- কেরালকাতা ইউনিয়ন
- হেলাতলা ইউনিয়ন
- কুশোডাঙ্গা ইউনিয়ন
- দেয়াড়া ইউনিয়ন এবং
- যুগিখালী ইউনিয়ন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে কলারোয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.