আটুলিয়া ইউনিয়ন
আটুলিয়া ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন। [2]
আটুলিয়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | শ্যামনগর উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | আবু সালেহ |
আয়তন | |
• মোট | ৪১৪৭ বর্গ কিঃ মিঃ কিমি২ ( বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩৭,০৬৫[1] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
আটুলিয়া ইউনিয়নের আয়তন ৪১,৪৭ বর্গ কিঃ মিঃ।
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আটুলিয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৭,০৬৫ জন। এর মধ্যে পুরুষ ১৮,৫৭৫ জন এবং মহিলা ১৮,৪৯০ জন।
যোগাযোগ ব্যবস্থা
শ্যামনগর উপজেলা থেকে আটুলিয়া ইউনিয়নের দুরত্য প্রায় ১১ কিলোমিটার। শ্যামনগর উপিজেলা বাসস্টান্ড হতে বাস,মটোরসাইকেল অথবা ইঞ্জীন চালিত ভ্যানে করে আটুলিয়া ইউনিয়নে আসা যায়।
প্রশাসনিক কাঠামো
শিক্ষা ব্যবস্থা
ধর্মীয় অবকাঠামো
তথ্যসূত্র
- "আটুলিয়া ইউনিয়ন"। atuliaup.satkhira.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২২।
- "আটুলিয়া ইউনিয়ন"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২২।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.