বুধহাটা ইউনিয়ন

কুল্যা ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকুলবর্তী সাতক্ষীরা জেলার দক্ষিণে আশাশুনি উপজেলা। এই উপজেলার ২নঙ বুধহাটা ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। আশাশুনি উপজেলার এই ইউনিয়নটি একটি জনবহুল ও ঐতিহ্যবাহী ইউনিয়ন। [1]

বুধহাটা ইউনিয়ন
ইউনিয়ন
বুধহাটা ইউনিয়ন
বাংলাদেশে বুধহাটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′৩৩.১৭″ উত্তর ৮৯°৯′৪.১৭″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাআশাশুনি উপজেলা
সরকার
  চেয়ারম্যানআ,ম,মোছাদ্দেক
আয়তন
  মোট২০.৫৮ কিমি (৭.৯৫ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩০,২৬৩.
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

বুধহাটা ইউনিয়নটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তরে অবস্থিত। এ ইউনিয়নটি উত্তর দক্ষিণভাবে লম্বা, পূর্ব দিকে বড়দল ইউনিয়ন, পশ্চিমে শোভনালী ইউনিয়ন, উত্তরে কুল্যা ইউনিয়ন এবং দক্ষিণে মরিচ্চাপ নদী ও পূর্বে বেতনা নদী প্রবাহিত। ।[2]

নদনদী

২নং বুধহাটা ইউনিয়নে একটি নদী সেটি বেতনা নদী নামে পরিচিত।

শিক্ষাপ্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। সরকারী ৯টি বেসরকারী ৬টি মাদরাসা ৭টি মাধ্যমিক বিদ্যালয় ৩টি এর মধ্যে একটি বালিকা বিদ্যালয় কলেজিয়েট স্কুল ১টি মহিলা কলেজ ১টি কারিগরি কলেজ ১টি

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ ৩৮টি, মন্দির ১৩টি, গির্জা- ১টি, শ্মশান ঘাট ১০টি

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.